Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 25/07/2025, 22:04:10 UTC
বাকিদের জানিনা বাট আমার পক্ষে আপাতত একটু পেরা হয়ে যায়। অনেক দোড়াদৌড়ির মধ্যে দিয়ে যাচ্ছি আমি। ঢাকা গেছিলাম, তাই সপ্তাহ খানেক ঠিক মতো অনলাইলে ছিলাম না। তার মধ্যে আবার নাকি নিম্নচাপ হইছে শুনি। বাসায় কারেন্ট নেট কিছু নাই, সারাদিন বৃষ্টি হয়, ফোরামেও আসতে পারিনা। এজন্য আজ বাধ্য হয়ে শহরে রিলেটিভের বাসায় আসতে হইছে। সো আমার পক্ষে এখন অংশ নেয়া পসিবল না। অন্তত আবহাওয়া ঠিক না হওয়া পর্যন্ত। দেখবেন গেমের মাঝখানে আমি গায়েব।

কে জানি ব্যানারের কথা বল্লেন। এসবের দরকার নাই আমার মতে। এটা তো "আমাদের আমাদের" মধ্যের ম্যাচ জাস্ট। এতো আয়োজনের প্রয়োজন দেখিনা।


বিশেষ করে DS , MM আপনাদের দুজনকে এই ইভেন্টের বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

বিশেষ করে ধন্যবাদ কি আমাকে দিলেন? আমি তো কিছুই করিনি লল। এক্টিভই নাই, আবার অলোচনা।  Tongue