আসসালামু আলাইকুম সবাইকে, ফোরামের সকল লোকাল ভাইদের বলছি আপনারা সবাই ভাল আছেন? আমি কিছুদিন আগে এখানে এসেছিলাম কিন্তু ব্যক্তিগত কারণে আর আশাই হয়নি। আমি ভুলেই গিয়েছিলাম এখানে আমার আসা হয়েছিলো আজকে আবার দেখলাম এখানে আমি অ্যাকাউন্ট তৈরি করেছি। আবারো আপনাদের মাঝে এসে হাজির হলাম। ফোরামে আসার পরে আমাকে এক ভাই কিছু গুরুত্বপূর্ণ লিংক দিয়ে সাহায্য করেছিল। DYING_S0UL ভাই আপনাকে ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর লিংক সাজানো গোছানো ভাবে শেয়ার করার জন্য।
যদি ইংরেজি ভালো বোঝেন তাহলে নিচের পোস্টগুলো পড়ার চেষ্টা করুন, আশা করি বিটকয়েনটক সম্পর্কে আইডিয়া পাবেন। যেকোনো সমস্যায় লোকাল বোর্ডে (বাংলা) প্রশ্ন করতে পারবেন।
ভাই ইংরেজি হচ্ছে ওভার দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ তাই এই ল্যাঙ্গুয়েজটা না চাইতেও আমাদের শিখতে হয়েছে মোটামুটি ভালই বুঝি কিন্তু আমাদের ন্যাটিভ ল্যাঙ্গুয়েজ বাংলার মত এতটা পারিনা বললেই চলে তবে ইংরেজিতে এতটা সমস্যা নেই। আপনার দেওয়া লিঙ্ক থেকে পরেই আমি পোস্ট করার সম্পর্কে আইডিয়া পেয়েছিলাম। মোটামুটি ভাবে সবকিছুই সাজানো গোছানোভাবে দেওয়া আছে।
যদি ইংরেজিতে সমস্যা হয় তাহলে নিচের কোট করা পোস্টগুলো পড়ুন।
এইটা আরো ভালো কাজ করেছেন ভাই আমার জন্য আরো উপকার হইছে কারণ বাংলাটাও দেখে নেওয়া যাবে। অলরেডি আমি বাংলার অনেক পোস্ট দেখেছিলাম আপনি যখন শেয়ার করেছিলেন তখন। এই যে আমি এখানে quote করে উপরের যে টেক্সট দিলাম এটা আপনার উই দেওয়ার লিংকগুলো থেকেই পড়ে শিখেছিলাম।
আমি মোটামুটি অনেক কিছুই দেখেছি এবং করেছিলাম তার মধ্যে প্রথম যেটা শিখেছিলাম সেটা হচ্ছে কিভাবে ফোরামে নিজেদের মতামত শেয়ার করা যায় এবং কেউ যদি কোন কিছু জানে তাহলে সেটা কিভাবে রিপ্লাই পোস্ট করতে হয় এটাও শিখেছিলাম। যদিও সবগুলো পুরোপুরি ভাবে দেখা হয়নি তবে আজকেও দেখলাম আশা করি খুব তাড়াতাড়ি এগুলো দেখা হয়ে যাবে। সবগুলো পোস্ট দেখার পরে যদি কিছু বুঝতে না পারি তাহলে তাদের কাছ থেকে আবারো জানতে চাইবো।
আপাতত আমার একটা প্রশ্ন হচ্ছে একটা পোস্ট করার পরে কতটুকু সময় নিয়ে আবার পরের পোস্ট করা যায়? আমি বাংলায় Review Mastar ভাইয়ের
ভালো পোস্টার হয়ে উঠুন পোস্ট থেকে পোস্ট করার নিয়ম দেখেছি কিন্তু একটা পোস্ট করার কতটুকু সময় পরে আবার দ্বিতীয় পোস্ট করা যাবে এরকম লেখা পায়নি সেজন্য ভাই একটু এ বিষয়টা ক্লিয়ার করে দেবেন।