Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Sam T. Banks
on 28/07/2025, 03:26:37 UTC
আপাতত আমার একটা প্রশ্ন হচ্ছে একটা পোস্ট করার পরে কতটুকু সময় নিয়ে আবার পরের পোস্ট করা যায়?
আপনাকে ধন্যবাদ, যে আপনাকে দেওয়া লিংক গুলো পড়ার চেষ্টা করেছেন। যাইহোক, এই বিষয়ে কোন নিয়ম কানুন নেই, যে কত মিনিট পর পর পোস্ট করতে হবে। আপনি যখন ইচ্চা পোস্ট করতে পারেন, এখানে কোন বাধা নেই। তবে যদি এই লোকালে পোস্ট করেন তাহলে আপনার পরে কেউ পোস্ট করে কিনা তার জন্য অপেক্ষা করবেন, মানে আপনি যেকোন বোর্ডে বা লোকালে হোক এক সারিতে একাধিক পোস্ট করবেন না। যদি কেউ আপনাকে মেনশন করে সাথে সাথে রিপ্লে করতে পারবেন, কোন অপেক্ষা করার প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছেন?
ধন্যবাদ ভাই আপনাকে আমি আপনার কথাগুলো ভালোভাবেই বুঝতে পারছি। সাজিয়ে গুছিয়ে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই।

DTalk এর একটি পোস্ট থেকে মেরিড সংক্রান্ত বিষয়গুলোতে জানলাম। এই মেরিট গুলোর উপর ডিপেন্ড করেই একটা একাউন্টের রেংক বুঝায় এবং এই মেরিট গুলো একচুয়ালি যারা ভালো পোস্ট করে তাদেরকে দেওয়া হয়। কিন্তু ভালো মানের পোস্ট বলতে কিছু কিছু জায়গায় দেখা যায় সিম্পল একটা পোস্ট করেছে সেখানে মেরিট দিয়েছে এইগুলো কিভাবে দেখে ভাই? মানে পোস্টগুলো এত ছোট যে সেখানে দু-একটি করে মেরিট পেয়েছে। এখন এখানে আমি জানতে চাচ্ছি পোস্ট ছোট হলেও সেখানে কি মেরিট পাওয়ার সম্ভাবনা থাকে? (পোস্ট ছোট বলতে দুই একটা ওয়ার্ড এর মাধ্যমে রিপ্লাই করা পোস্ট থাকে)

আরেকটি বিষয় জানতে চাচ্ছি অনেকে বিভিন্ন ধরনের ফটো শেয়ার করে। কিন্তু আমি একটি ফটো শেয়ার করার চেষ্টা করেছিলাম। Talkimg থেকে ফটো আপলোড করে একটা লিংক জেনারেট হয়েছিল সেটা এখানে এনে পোস্ট করার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা কোন ফটো শো করলো না। এটা কেন শো করল না জানি না। এই বিষয়টা নিয়েই একটা পোস্ট খোঁজার চেষ্টা করলাম (Search) অপশনে গিয়ে। কিন্তু আমি talkimg এই পোস্ট পেয়েছিলাম। আচ্ছা ভাইয়েরা কেউ এই বিষয়টা একটু বিস্তারিত শেয়ার করিয়েন।

তবে সর্বোপরি যেটা বুঝলাম এখানে পোস্ট করার ক্ষেত্রেও কোডিং এর মতোই কাজকাম যারা পূর্বে থেকে একটু (কোডিং) বা (এইচটিএমএল) কিছু কিছু বোঝে তাদের জন্য সহজ। পোস্ট করার সিস্টেমগুলো এবং একটা পোস্ট কিভাবে ডিজাইন করতে হয় বা কিভাবে আগে পরে সিস্টেম ওয়াইজ রূপ দেওয়া যায় এগুলো সম্পর্কে ভালো বুঝবে। আমার কাছে বিষয়গুলো ইন্টারেস্টিং লেগেছে।