আমি ভুলেই গিয়েছিলাম এখানে আমার আসা হয়েছিলো আজকে আবার দেখলাম এখানে আমি অ্যাকাউন্ট তৈরি করেছি। আবারো আপনাদের মাঝে এসে হাজির হলাম।
এরপর থেকে আর ভুলবেন না...
যেহেতু আপনি নতুন তাই ধরে নিলাম আপনি কিছু জানেন না বোঝেন না। তবে একটা জিনিস হয়তো বুঝছেন বিটকয়েনটক ফোরাম অন্যান্য ৪-৫ টা প্লাটফর্মের মতো কাজ করে না। এখানে কোনো নোটিফিকেশন সিস্টেম নাই সোসিয়াল মিডিয়ার মতো। জিমেইলে নেয়া যায় বাট সেটা একটু পেইন লাগে আমার কাছে। সহজ ভাষায় কিছু টেরও পাবেন না।
সো কে কোথায় আপনাকে মেনশন করলো, কোট করলো এসব জানার জন্য আমরা সবাই নোটিফাইয়ার বট ইউজ করে থাকি। বটটি আপনার ইউজারনেম আইডি দিয়ে সেটিংস্ করে নিবেন। তাহলে পরবর্তীতে কেউ আপনাকে মেনশন করলে সেটার নোটিফিকেশন পাবেন। আশা করি বুঝছেন।
বর্তমানে বটটি দুইটি মেসেজিং প্লাটফর্ম সাপোর্ট করে। ১. Telegram ২. SimpleX। আপনার যেটা সুবিধা হয় সেটা ইউজ কইরেন।
বট লিংক (টেলিগ্রাম):
https://t.me/BTTSuperNotifier_botবট লিংক (SimpleX):
https://bitcointalk.org/index.php?topic=5535681.0বট কিভাবে ইউজ করবেন সে বিষয়ক পোস্ট:
https://bitcointalk.org/index.php?topic=5248878.0