Next scheduled rescrape ... never
Version 1
Last scraped
Scraped on 02/08/2025, 05:59:15 UTC
বাংলা বোর্ড এ Poker খেলতে পারেন এমন কত জন আছেন। তাহলে আমি একটা ম্যাচ হোস্ট করতে চাচ্ছিলাম। মোটামোটি ৫+ জন হলে করা যায় বিষয় টা। কোনো স্পন্সর নেই, এমনি আপনাদের সাথে সময় কাটানোর জন্য,  মজা করার জন্য খেলতে চাচ্ছিলাম।

উইনার এর জন্য ছোট খাট প্রাইজ পুল থাকবে আমার পক্ষ থেকে।খুব বড় নয় তবে থাকবে কিছু।  সাড়া পেলে আমি হোস্ট করতে পারি।

Mahiyammahi ভাই কেমন আছেন? আমি যদিও এইখানে নতুন তবুও কয়েকদিন যাবত একটু ফোরামের পূর্বের পোস্টগুলো পড়ার চেষ্টা করতেছিলাম সেই সময়ে আপনার এই পোস্টে আমার চোখে পড়ল। বাংলা বোর্ডে Poker গেম চালাতে চাচ্ছেন কিন্তু আপনি সেখানে বলেছেন যারা অ্যাক্টিভ মেম্বার তাদেরকে ট্যাগ করেছিলেন। যেহেতু আমি নতুন যদি আমাকে নেওয়া যায় তাহলে আমিও এই Poker খেলার জন্য আগ্রহী। আমি এমনি বিভিন্ন ক্যাসিনো সাইট গুলোতে পোকার খেলেছি।

আবার অনেকে দেখলাম স্পন্সর করতে চেয়েছে এটা সত্যিই ভালো। ছোটখাটো আকারে একটা বাজেট নিয়ে যদি Poker চালানো যায় তাহলে Poker প্লেয়াররা গেম খেলতে বেশি আগ্রহী হবে। আপনি এখনো এটা নিয়ে কোন কিছু আপডেট করেন নেই সেজন্য আমি আপনাকে একটি সুসংবাদ দিতে চাই ফোরামের নতুন মেম্বার হিসেবেও আমি ছোট্ট আকারে একটা এমাউন্ট (স্পন্সর) করতে চাচ্ছি। আপনি এই প্রকার (Poker) কবে নাগাদ চালাতে চাচ্ছেন একটু আপডেট টা জানাই।

এবং আরেকটি বিষয় আপনাকে জানাই আপনি যে Poker গেম চালাতে চাচ্ছেন সেটা যদি ডিজাইন করে দিতে হয় বলিয়েন আমি টুকটাক (গ্রাফিক্স ডিজাইনের) কাজ জানি ভাই। আমি আপনাকে PM পাঠিয়েছি ভাই একটু বিষয়টা দেখবেন।

ধন্যবাদ।
Original archived Re: জুন মাসের একটিভিটি ২০২৫
Scraped on 02/08/2025, 05:54:45 UTC
বাংলা বোর্ড এ Poker খেলতে পারেন এমন কত জন আছেন। তাহলে আমি একটা ম্যাচ হোস্ট করতে চাচ্ছিলাম। মোটামোটি ৫+ জন হলে করা যায় বিষয় টা। কোনো স্পন্সর নেই, এমনি আপনাদের সাথে সময় কাটানোর জন্য,  মজা করার জন্য খেলতে চাচ্ছিলাম।

উইনার এর জন্য ছোট খাট প্রাইজ পুল থাকবে আমার পক্ষ থেকে।খুব বড় নয় তবে থাকবে কিছু।  সাড়া পেলে আমি হোস্ট করতে পারি।

Mahiyammahi ভাই কেমন আছেন? আমি যদিও এইখানে নতুন তবুও কয়েকদিন যাবত একটু ফোরামের পূর্বের পোস্টগুলো পড়ার চেষ্টা করতেছিলাম সেই সময়ে আপনার এই পোস্টে আমার চোখে পড়ল। বাংলা বোর্ডে Poker গেম চালাতে চাচ্ছেন কিন্তু আপনি সেখানে বলেছেন যারা অ্যাক্টিভ মেম্বার তাদেরকে ট্যাগ করেছিলেন। যেহেতু আমি নতুন যদি আমাকে নেওয়া যায় তাহলে আমিও এই Poker খেলার জন্য আগ্রহী। আমি এমনি বিভিন্ন ক্যাসিনো সাইট গুলোতে পোকার খেলেছি।

আবার অনেকে দেখলাম স্পন্সর করতে চেয়েছে এটা সত্যিই ভালো। ছোটখাটো আকারে একটা বাজেট নিয়ে যদি Poker চালানো যায় তাহলে Poker প্লেয়াররা গেম খেলতে বেশি আগ্রহী হবে। আপনি এখনো এটা নিয়ে কোন কিছু আপডেট করেন নেই সেজন্য আমি আপনাকে একটি সুসংবাদ দিতে চাই ফোরামের নতুন মেম্বার হিসেবেও আমি ছোট্ট আকারে একটা এমাউন্ট (স্পন্সর) করতে চাচ্ছি। আপনি এই প্রকার (Poker) কবে নাগাদ চালাতে চাচ্ছেন একটু আপডেট টা জানাই।

এবং আরেকটি বিষয় আপনাকে জানাই আপনি যে Poker গেম চালাতে চাচ্ছেন সেটা যদি ডিজাইন করে দিতে হয় বলিয়েন আমি টুকটাক (গ্রাফিক্স ডিজাইনের) কাজ জানি ভাই। আমি আপনাকে PM পাঠিয়েছি ভাই একটু বিষয়টা দেখবেন।

ধন্যবাদ।