Post
Topic
Board Other languages/locations
Re: Staking এর মাধ্যমে ইনকাম
by
Mahiyammahi
on 02/08/2025, 06:12:04 UTC
আমরা এদিকে জুয়া প্রমোট করতেছি, স্টেকিং এর মুনাফা খাচ্ছি, ফিউচার ট্রেডিং এ লিভারেজ নিয়ে ট্রেড করতেছি আরো কত কি। এখন কোনটা হালাল আর কোনটা হারাম ভাই এইগুলো কি কখনও চিন্তা করি। সিচুয়েশন হয়েছে এরকম যে এগুলা ছেড়ে দিতেও পারছি না। এখন ভাই আপনি যদি হালাল হারাম নিয়ে চিন্তা করেন তাহলে আগে জুয়া প্রমোশন ছেড়ে দেন। সিগনেচার থেকে রিজাইন দেন  Lips sealed

হাহা আপনার কথা টা খুব ভালো লাগলো ভাই। এইরকম প্রশ্ন আমাকেও অনেক এই করে থাকে।  তাই সবাইকে আমি একটা এন্স ই দেই, হালাল হারাম এর হিসেব টা অনেক জটিল। তুমি যদি সত্যিকারের অর্থে হারাম থেকে বিরত থাকো তাহলে চলো আলোচনা করি। তা নাহলে এসব আলোচনায় জড়াই না।

বাংলা বোর্ড এ Poker খেলতে পারেন এমন কত জন আছেন। তাহলে আমি একটা ম্যাচ হোস্ট করতে চাচ্ছিলাম। মোটামোটি ৫+ জন হলে করা যায় বিষয় টা। কোনো স্পন্সর নেই, এমনি আপনাদের সাথে সময় কাটানোর জন্য,  মজা করার জন্য খেলতে চাচ্ছিলাম।

উইনার এর জন্য ছোট খাট প্রাইজ পুল থাকবে আমার পক্ষ থেকে।খুব বড় নয় তবে থাকবে কিছু।  সাড়া পেলে আমি হোস্ট করতে পারি।
আপনি এখনো এটা নিয়ে কোন কিছু আপডেট করেন নেই সেজন্য আমি আপনাকে একটি সুসংবাদ দিতে চাই ফোরামের নতুন মেম্বার হিসেবেও আমি ছোট্ট আকারে একটা এমাউন্ট (স্পন্সর) করতে চাচ্ছি। আপনি এই প্রকার (Poker) কবে নাগাদ চালাতে চাচ্ছেন একটু আপডেট টা জানাই।

ধন্যবাদ আপনাকে পোকার এ আগ্রহী হওয়ার জন্য,  আপাতত ভাইয়া নতুন কোনো স্পন্সর নিতে চাচ্ছি না একটু ঝামেলা হয়েছে। আশা করি টুরনামেন্ট এ অংশগ্রহন করবেন।
আজ অথবা কালকের মধ্যে এনাউন্সমেন্ট করবো