Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 02/08/2025, 23:35:53 UTC

িিি


এ মাসের জন্য স্পেশাল করে কিছু বলার নাই তবে জুন মাসের তুলনায় জুলাই মাসের পোস্ট একটিভিটি কিছুটা বেড়েছে এবং মেরিট অর্জন এর দিক থেকেও কিছুটা এগিয়ে রয়েছে। তবে আমি মনে করি এটাই এনাফ না আমাদের জন্য যদি আমরা লোকাল বোর্ড এর  অ্যাপ্লিকেশনে এলিজিবল হতে চাই। তাই সবার দৃষ্টি আকর্ষণ করছি ব্যস্ততার থাকে আমাদের বোর্ডে অবদান রাখার জন্য।
আসলে ভাই এটা কোন উন্নতি নয়, গত মাসে ১২০ টা পোস্ট হয়েছে, এই মাসে ১৩২ টা পোস্ট হয়েছে, মাত্র ১০ টা পোস্ট বেশি হয়েছে। আগের মতো পোস্ট করা হচ্ছে না, আমি নিজেই খুব বেশি একটা সময় দিতে পারছি না, ১৩ টা পোস্ট করে ৪ নাম্বার অবস্থানে আছি। এই মাসের হয়তো টোটাল ২২ জন এক্টিভ ছিলেন, ২২ জনের মধ্যে মাত্র ১৩২ টা পোস্ট খুবই কম। তাই লোকাল বোর্ডর জন্য আবেদন করতে হলে এমন এক্টিভিটি থাকলে তো হবে না, আমাদের সকলের বাংলা থ্রেডে পোস্ট সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে হবে, অন্যথায় লোকাল বোর্ডের আশা করা যাবে না। তাই সকলেরই চেষ্টা করতে হবে, একা চেষ্টা করে লাভ হবে না, যেমন দশের লাঠি একের বোঝা, তাই সবাইকে প্রয়োজন।