DYING_SOUL ভাই আপনার দেওয়া লিঙ্কগুলো থেকে আমি সবগুলো লিংক পড়ার পরে যে বিষয়গুলো বুঝলাম তার একটা ডেমো পোস্ট হিসেবে এখানে করলাম। বিস্তারিত বোঝার চেষ্টা করেছি অনেক সময় নিয়ে। গত তিনদিন আমি এগুলো নিয়ে একটু রিসার্চ করেছি এবং সবগুলো পোস্ট খুব গুরুত্বের সাথে বুঝে তারপর একটা ডেমো পোস্ট সাজালাম। আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে একটু এগুলো দেখবেন আরো কোন কিছু সম্পর্কে জানতে হবে কিনা। তবে আপাতত আমি এই বিষয়গুলো মোটামুটি ভাবে বুঝেছি।
┏━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━┓
[আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?]
|
┗━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━┛
আমি এই পোস্ট সম্পূর্ণ পড়ার মাধ্যমে যে বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারলাম সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমার এখানে যদি কোন মিস্টেক থাকে তাহলে অবশ্যই একটু ঠিক দেওয়ার চেষ্টা করবেন সকল বড় ভাইয়েরা।
➥ BitcoinTalk ফোরামে নতুনদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা অনুযায়ী (স্টিকি থ্রেড) পড়া শুরু করে প্রতিটি বোর্ডে থাকা গুরুত্বপূর্ণ (স্টিকি) থ্রেডগুলো পড়ুন এবং এগুলো নতুনদের জন্য গাইডলাইন হিসেবে কাজ করে।
➥ Merit পেতে হলে মানসম্মত পোস্ট দিন Merit পাওয়ার জন্য শুধু Merit-এর পেছনে না ছুটে, এমন পোস্ট দিন যা তথ্যবহুল, সাহায্যকারী এবং প্রাসঙ্গিক। শুধু বাংলা থ্রেড নয়, ইংরেজি মূল থ্রেডেও অংশ নিন (যেমন: Bitcoin Discussion, Meta ইত্যাদি)।
➥ নিজের অবদানকে গুরুত্ব দিন, র্যাঙ্ক নয় অন্যের উপকার হয় এমন অবদান রাখলে Merit ও র্যাঙ্ক দুটোই নিজে থেকে বাড়বে।
➥ Campaign-এর আগে শেখা জরুরি নতুন অবস্থায় BTC-ভিত্তিক সিগনেচার ক্যাম্পেইনের দিকে না ছুটে, আগে বিষয়গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে।
➥ অনুপ্রেরণা গ্রহণ করুন, ঈর্ষা নয় অন্যের সফলতা দেখে হতাশ না হয়ে তাদের থেকে শিখুন। নিজের অবস্থানকে সম্মান করুন এবং উন্নতির চেষ্টা চালিয়ে যান।
➥ যেটুকু জানেন, সেটুকু শেয়ার করুন বিশাল জ্ঞান না থাকলেও, ছোট ছোট তথ্য অন্যকে সাহায্য করতে পারে।
➥ বিষয়বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকুন পোস্ট বা কমেন্টে অফ-টপিক আলোচনা থেকে বিরত থাকুন, নাহলে স্প্যাম হিসেবে গণ্য হতে পারে। সেজন্য খুবই সচেতন থাকতে হবে বলা হয়েছে।
➥ আপনার পোস্ট মনোযোগ পাচ্ছে কি না বুঝবেন কিভাবে? যদি কেউ মডারেটরের নজরে আনেন, বুঝবেন তারা গুরুত্ব দিচ্ছেন।
➥ ফলাফল উপভোগ করুন, হতাশ হবেন না, অবদান ও শেখাকে গুরুত্ব দিন। সময়ের সঙ্গে ফলাফল আসবেই এটাই স্বাভাবিক।
➥ নিজেকে সর্বোত্তম ভাববেন না নিজেকে সবসময় উন্নয়নের পথে রাখুন। শিখুন, সংশোধন করুন, বিনয়ী থাকতে বলা হয়েছে।
┏━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━┓
[ক্রিপ্টোজগতের সাধারণ বিষয় ১০১ | পর্ব-০১]
|
┗━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━┛
আমি এই পোস্ট সম্পূর্ণ পড়ার মাধ্যমে যে বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারলাম সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এই পর্বটির পোস্ট মূলত বিটকয়েনটক ফোরামে নতুন যোগ দেওয়া সদস্যদের জন্য তৈরি, যারা সাধারণত এয়ারড্রপ বা বাউন্টির মাধ্যমে ফোরামে এসেছেন এবং অনেকেই ভুল ধারণা নিয়ে শুরু করেছেন। এখানে প্রশ্ন-উত্তর পদ্ধতিতে সহজভাবে ক্রিপ্টোকারেন্সি ও বিটকয়েনটকের মূল বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছে।
➥ বিটকয়েনটক ফোরাম হলো ব্লকচেইন ও ক্রিপ্টো নিয়ে আগ্রহী ও অভিজ্ঞদের জন্য একটি আলোচনার স্থান, যেখানে নতুনরা জ্ঞান নিতে পারে এবং অভিজ্ঞরা সাহায্য করে।
➥ মেরিট সিস্টেম হলো যোগ্যতা যাচাইয়ের একটি উপায়, যা স্প্যাম প্রতিরোধ করে এবং ভালো মানের অংশগ্রহণকে স্বীকৃতি দিয়ে থাকে।
➥ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন ছাড়াও আরও অনেক আল্টারনেটিভ কয়েন ও ব্লকচেইন আছে যেগুলো বিভিন্ন সমস্যার সমাধান দিতে তৈরি হয়েছে।
➥ ওয়ালেট শুধু ট্রাস্ট ওয়ালেট বা কয়েনবেজ একাধিক জনপ্রিয় এবং অফিসিয়াল ওয়ালেট রয়েছে, ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে বেছে নেয় সেগুলো। ব্যক্তিগতভাবে যার যেটা পছন্দ হয় সে সেটা ব্যবহার করে।
➥ এক্সচেঞ্জ শুধু বাইন্যান্স বা কিউকয়েন এক্সচেঞ্জ দুই ধরনের হয়: সেন্ট্রালাইজড (নিয়ন্ত্রিত) ও ডিসেন্ট্রালাইজড (স্বাধীন), যেগুলোর ব্যবহারে পার্থক্য আছে। এগুলো সম্পূর্ণ ভিন্নভাবে চলে।
➥ এয়ারড্রপ/বাউন্টি হলো প্রজেক্ট প্রচারের কৌশল, যেখানে অংশগ্রহণকারীরা প্রচারের বিনিময়ে টোকেন পায়। এতে প্রজেক্ট কম খরচে মার্কেটিং করে, আর ব্যবহারকারী ফ্রিতে ইনকাম করতে পারে।
➥ ইংরেজি না জানলে গুগল ট্রান্সলেট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে, এতে আস্তে আস্তে ইংরেজি ভাষার দক্ষতা বাড়বে বাড়াতে হবে।
┏━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━┓
[ভালো পোষ্টদ্বাতা হয়ে উঠুন! বিস্তারিত দেখুন]
|
┗━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━┛
এই লেখাটি থেকে মূলত যা বুঝতে পারলাম বিটকয়েনটকে সদ্য যোগদান করা নতুন সদস্যদের উদ্দেশ্যে লেখা, যাতে তারা কীভাবে স্প্যামিং এড়িয়ে দক্ষ ও গঠনমূলক পোষ্টদাতা হতে পারে তা জানতে পারে। লেখক বাংলা লোকাল বোর্ডে সবাইকে স্বাগত জানিয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন এরকম কিছু।
➥ ইনকামের চিন্তার আগে শেখা জরুরি, নতুনরা সাধারণত "কীভাবে ইনকাম করব?" এই প্রশ্ন নিয়ে আসে। এর বদলে শেখার আগ্রহ দেখাতে হবে এবং লোকাল বোর্ডের pinned (পিন করা) গুরুত্বপূর্ণ পোষ্টগুলো পড়া শুরু করতে হবে এবং আমি এগুলোই পড়েছি।
➥ নতুন বিষয় না জানলে জিজ্ঞেস করুন, ভুল বুঝে চুপ থাকা নয়। যদি কোনো কিছু না বোঝেন, নির্দ্বিধায় প্রশ্ন করুন। কেউ না কেউ সহায়তা করবেই।
➥ গুগল বা ইউটিউব ব্যবহার করুন সাধারণ জিনিস জানার জন্য প্রাথমিক পর্যায়ে না জানাটা স্বাভাবিক। কিন্তু সহজ জিনিসগুলোও যদি না শেখার চেষ্টা করেন, তাহলে কেউ আপনাকে সাহায্য করতে চাইবে না। তাই নিজেই খোঁজাখুঁজি করুন না বুঝলে বারবার দেখুন/পড়ুন তাহলে সবকিছু বুঝতে পারা যাবে।
➥ আবার পুরাতন পোষ্টে মন্তব্য না করে নতুন পোষ্ট বা আলোচনায় অংশ নিন, অনেকেই পুরোনো ২-৩ বছরের পোষ্টে মন্তব্য করে, যা প্রাসঙ্গিক নয়। এর বদলে নতুন বিষয় নিয়ে পোষ্ট তৈরি করুন বা নতুন আলোচনায় মতামত দিন এতে করে আপনার বিজিবিলিটি বেড়ে যাবে।
➥ অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন, আপনার মত বা পছন্দ সবার জন্য সঠিক নাও হতে পারে। অন্যদের বিশ্বাস বা মতামতকে অসম্মান করা উচিত নয়। গঠনমূলক আলোচনার মাধ্যমেই একটি বোর্ড প্রাণবন্ত হয়।
┏━━━━•❅•°•❈•°•❅•━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━•❅•°•❈•°•❅•━━━━┓
[মেরিট সংক্রান্ত ধারণা! বিস্তারিত বুঝিয়েছে]
|
┗━━━━•❅•°•❈•°•❅•━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━•❅•°•❈•°•❅•━━━━┛
আমি এই পোস্ট সম্পূর্ণ পড়ার মাধ্যমে যে বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারলাম সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এই পোস্টে মূলত যা বুঝতে পারলাম মেরিট (Merit) সিস্টেম সম্পর্কে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে, যেন নতুন সদস্যরা বিষয়টি ভালোভাবে বুঝে ফোরামে গঠনমূলক অংশগ্রহণ করতে পারে।
➥ ফোরামে ইতিবাচক পরিবর্তন
স্প্যাম কমেছে এবং সিনিয়র মেম্বাররা একটিভ হচ্ছেন যা ফোরামের মান উন্নয়নে সহায়ক। ভালো পোস্টের মাধ্যমে সবাই যেন “স্পামার” ট্যাগ থেকে দূরে থাকে, সেই লক্ষ্যে সবাইকে সচেতন হতে বলা হয়েছে।
➥ মেরিট (Merit) কী?
* ভালো মানের, তথ্যবহুল বা সহায়ক পোস্টে (Merit) প্রদান করা হয়।
* এটি পোস্টের গুণমান নির্দেশ করে।
* যদিও কিছু ফানি পোস্টেও মেরিট দেওয়া হয়, তবে মূলত সহায়ক ও শিক্ষামূলক পোস্টই মেরিট পাওয়ার যোগ্য।
➥ এস-মেরিট (sMerit) কী?
* আপনি মেরিট পেলে তার ৫০% আপনার এস-মেরিট হিসেবে যোগ হয়।
* এস-মেরিট ব্যবহার করে আপনি অন্যদের মেরিট দিতে পারেন।
* মেরিট দিলে আপনার মূল মেরিট কমে না।
➥ মেরিট সোর্স (Merit Source)
* ফোরামে মেরিট সরবরাহ নিশ্চিত করতে ৯৮ জন মেম্বারকে (Merit Source) হিসেবে নির্ধারণ করা হয়েছে।
* তারা নিয়মিত যোগ্য পোস্টগুলোতে মেরিট বিতরণ করেন।
➥ মেরিট কেন প্রয়োজন?
* ফোরামে র্যাংক আপ করার জন্য নির্দিষ্ট পরিমাণ মেরিট ও এক্টিভিটি লাগবে।
* মেরিট মানেই আপনি একজন গুণগত মানসম্পন্ন পোস্টার, যা সিগনেচার ক্যাম্পেইনেও সহায়ক।
➥ র্যাংক অনুযায়ী মেরিট ও এক্টিভিটি প্রয়োজন:
| র্যাংক (নিউবি) | মেরিট (০) | এক্টিভিটি (০)|,| জুনিয়র মেম্বার | মেরিট ১ | এক্টিভিটি ৩ |,| মেম্বার | মেরিট ১০ | এক্টিভিটি ৬০ |,| ফুল মেম্বার | মেরিট ১০০ | এক্টিভিটি ১২০|,| সিনিয়র মেম্বার | মেরিট ২৫০ | এক্টিভিটি ২৪০ |,| হিরো মেম্বার | মেরিট ৫০০ | এক্টিভিটি ৪৮০ |,| লিজেন্ডারি মেম্বার | মেরিট ১০০০ | এক্টিভিটি ৭৭৫–১০৩০ |
➥ নতুনদের প্রতি আহ্বান জানিয়েছে যে:
* টেকনিক্যাল দিক নিয়ে আলোচনা শুরু করুন। * ভালো মানের পোস্ট করুন, আপনি মেরিট পাবেন। * যেসব বিষয় বুঝবেন না, সিনিয়ররা সহায়তা করবেন। * স্প্যাম পোস্ট দেখলে রিপোর্ট করুন।
┏━━━━•❅•°•❈•°•❅•━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━•❅•°•❈•°•❅•━━━━┓
[ট্রাস্ট সিস্টেমের সঠিক ব্যবহার! বিস্তারিত!]
|
┗━━━━•❅•°•❈•°•❅•━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━•❅•°•❈•°•❅•━━━━┛
আমি এই পোস্ট সম্পূর্ণ পড়ার মাধ্যমে যে বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারলাম সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। "Trust System" সম্পর্কিত আলোচনা থেকে বুঝলাম:
Trust Feedback এবং Trust List এই দুইটি এক নয়। কিন্তু অনেকেই এদের মধ্যে গুলিয়ে ফেলে সেগুলো হলো।
* Feedback দেওয়া হয় কারো বিশ্বাসযোগ্যতা সম্পর্কে ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী।
* Trust List হল যাদের ফিডব্যাক বিচার-বিবেচনাসম্পন্ন মনে হয়, তাদের তালিকা। অর্থাৎ, তাদের মতামতকে আপনি বিশ্বাস করেন। এরকম ভাবেই নিজের trust লিস্টে রাখা হয়।
➥ Feedback এর ধরন ধরনগুলো যেমন হয়:
Positive (+1...):
* বড় লেনদেনে বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে দিন।
* কারো ভালো আচরণ বা ছোট হেল্পের জন্য নয়।
Neutral (=1):
* যদি আপনি নিরপেক্ষ কিছু বলতে চান।
* সাধারন সাহায্য কিংবা মতামত দেয়ার ক্ষেত্রে প্রযোজ্য।
Negative (-1):
* স্ক্যাম বা প্রতারণার ক্ষেত্রে ব্যবহার করুন।
* যুক্তি, প্রমাণ ও রেফারেন্স সহ দিন।
➥ ফিডব্যাক দেয়ার নিয়ম:
* নিজেই নিজের অন্য অ্যাকাউন্টে Positive Feedback দেবেন না।
* কাউকে Negative দিলে, প্রতিশোধ হিসেবে তাকে Negative না দিন।
* ফিডব্যাকে সংক্ষিপ্তভাবে যুক্তিসম্পন্ন মন্তব্য ও রেফারেন্স লিংক ব্যবহার করতে হবে।
➥ Trust List কীভাবে ব্যবহার করবেন:
* যাদের ফিডব্যাক আপনি মূল্যবান মনে করেন, তাদের Trust List-এ যুক্ত করুন।
* যাদের মতামতের উপর ভরসা নেই, তাদের \~username দিয়ে বাদ দিন।
* ট্রেড পার্টনার হলেও তাদের ট্রাস্ট লিস্টে যোগ না করাই ভালো (যদি তাদের জাজমেন্টে ভরসা না থাকে)।
➥ DefaultTrust (DT):
* DT1 ও DT2 মেম্বারদের ফিডব্যাক বাই ডিফল্ট সবাই দেখতে পায়।
* নিজের Trust List তৈরি করলে, আপনি কাউকে DT1 বা DT2 হতে ভোট দিতে পারেন।
➥ ভুল ব্যবহার এড়িয়ে চলুন:
* নিজের অন্য অ্যাকাউন্টে Trust List এড করা গেলেও তা DT ভোটে প্রভাব ফেলবে না কিন্তু অপব্যবহার করা উচিত নয়।
* ক্ষমতা বাড়লে দায়িত্বও বাড়ে ফিডব্যাক ব্যবহার করুন সততা ও সচেতনতা দিয়ে। মানে এখান থেকে যা বুঝতে পারলাম সেটা হল ডিটি লিস্টে যারা যায় তারা সবচেয়ে ক্ষমতা বান ব্যক্তি ফোরামের।
Trust System ব্যবহার শুধু ক্ষমতা নয়, এটি আপনার বিশ্বাসযোগ্যতার পরিচয়। ভুলভাবে ব্যবহার করলে আপনার নিজের রেপুটেশনই ক্ষতিগ্রস্ত হবে।
┏━━━━•❅•°•❈•°•❅•━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━•❅•°•❈•°•❅•━━━━┓
[সার্ভিস বোর্ডের মাধ্যমে আয় করার উপায়]
|
┗━━━━•❅•°•❈•°•❅•━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━•❅•°•❈•°•❅•━━━━┛
আমি এই পোস্ট সম্পূর্ণ পড়ার মাধ্যমে যে বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারলাম সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এই পোস্টটির মূল উদ্দেশ্য হলো ফোরাম থেকে বাউন্টি ছাড়াও কীভাবে আয় করা যায়। ফোরাম থেকে আয় করতে হলে অবশ্যই আপনার কোনো স্কিল থাকতে হবে। স্কিল ছাড়া এখানে কাজ পাওয়া সম্ভব নয়। তাই স্কিল ডেভেলপ করা সবচেয়ে জরুরি।
➥ সার্ভিস বোর্ড কী এবং কিভাবে কাজ করে?
* সার্ভিস বোর্ড হলো একটি অনলাইন মার্কেটপ্লেস টাইপ সেকশন যেখানে ফ্রিল্যান্সাররা তাদের সার্ভিস অফার করে এবং ক্লায়েন্টরা কাজ দেয়।
* যদি আপনার গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন বা অন্য কোনো স্কিল থাকে, তাহলে আপনি এখানে সার্ভিস অফার করতে পারেন।
টিপস: আগে স্কিল শিখুন, তারপর ফোরামে আসুন আয় করতে।
┏━━━━•❅•°•❈•°•❅•━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━•❅•°•❈•°•❅•━━━━┓
[বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুনগুলো]
|
┗━━━━•❅•°•❈•°•❅•━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━•❅•°•❈•°•❅•━━━━┛
এখানে এই পোস্ট থেকে দেখতে পারতেছি যেটা শেয়ার করেছে, সেটি মূলত Bitcointalk.org ফোরামের ৩৩টি গুরুত্বপূর্ণ নিয়ম এর বাংলা অনুবাদ। মূল উদ্দেশ্য হলো নতুন ও আগ্রহী ব্যবহারকারীরা যেন সহজে নিয়মগুলো বুঝে এবং একাউন্ট নিরাপদ রাখতে পারে।
➥ Bitcointalk ফোরামের গুরুত্বপূর্ণ নিয়মগুলোর এগুলো দেখলাম:
1. অপ্রাসঙ্গিক, মানহীন বা স্প্যাম পোস্ট করা নিষেধ।
2. অফ-টপিক, ট্রলিং, ভিক্ষাবৃত্তি, রেফারেল লিঙ্ক বা শর্টলিংক নিষিদ্ধ।
3. ফিশিং, ম্যালওয়্যার বা NSFW কন্টেন্ট পোস্ট করা যাবে না।
4. ইংরেজি ছাড়া অন্য ভাষার পোস্ট অবশ্যই লোকাল বোর্ডে করতে হবে।
5. একই পোস্ট বারবার করা, একাধিক থ্রেডে bump করা, বা একই বিষয়ের বহু থ্রেড খোলা অনুচিত।
6. altcoin সম্পর্কিত বিষয়গুলো নির্দিষ্ট সাববোর্ডে করতে হবে। Giveaway থ্রেড নিষিদ্ধ।
7. একাধিক একাউন্ট রাখা যাবে, তবে বিক্রি নিরুৎসাহিত। ban এড়িয়ে নতুন একাউন্ট ব্যবহার নিষিদ্ধ।
8. পোস্টে বা প্রোফাইলে কোনরূপ স্প্যাম বিজ্ঞাপন গ্রহনযোগ্য নয় (কিছু নির্দিষ্ট শর্তে ব্যতিক্রম)।
9. স্বয়ংক্রিয় অনুব