মেরিট ট্রান্সেকশন এর ডিটেইল শেয়ার করতে পারবেন? লাইক - কে কতগুলো মেরিট রিসিভ করেছে পুরো মাস জুড়ে আর কে কতগুলো S Merit দিয়েছে। তাহলে বুঝা যাবে, কে কতটা এফোর্ট দিচ্ছে। আমি মনে হয় মোটামুটি ১৫+ মেরিট পেয়েছি আমাদের লোকাল বোর্ড থেকে গত মাসেই।
বিষয়টা আসলে আমি বহুৎ আগে চিন্তা করেছিলাম কিন্তু টুল গুলোতে খুঁজে পাইনি হয়তোবা আমার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে, তবে ম্যানুয়ালি বিষয়টা করা যায় কিন্তু সময় সাপেক্ষ দেখে আর এড করা হয়নি। এখন আপনারা যদি এই বিষয়টি চান তাহলে আমি সামনের মাস থেকে ইনশাল্লাহ টপ মেরিট অর্জনকারীদের লিস্টও তৈরি করব।
আর এটার অন্য কোন সহজ মেথড রয়েছে কিনা এর জন্য অলরেডি আমি টপিক তৈরি করে ফেলেছি।
আর সত্যি কথা বলতে আজকে সারাদিন ঘাঁটাঘাটি করছি এই বিষয়টা নিয়ে ইভেন chatgpt দিয়ে স্ক্রিপ্ট তৈরি করেছি কিন্তু সেখানে হালকা পাতলা আরো ভালো প্রম্পট দিয়ে রিবিল্ড করতে হবে.

যদিও মনে হচ্ছে অলরেডি DdmrDdmr এর ম্যারিট ড্যাশবোর্ড।
আরেকটা বিষয় খেয়াল করলাম সেদিন, পাকিস্তান বোর্ড এর পেজ সংখ্যা ১৩০০+ যা আমাদের ২গুন৷ আমরা Other Language এর মধ্যেও পিছিয়ে আছি।
আসলে ভাই বর্তমানে পাকিস্তান বোর্ডের সাথে আমাদের তুলনা করলে চলবে না, ওদের মেরিট সোর্স রয়েছে, সেই সাথে সাথে পাকিস্তান বোর্ডের অ্যাকটিভ সদস্য সংখ্যা আমাদের অ্যাক্টিভ সদস্য সংখ্যা এর চাইতে অনেক বেশি আর এজন্যই ওদের একটিভিটিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
মিয়া তোমরা এতো পোস্ট কবে করলা?
তুমি মিয়া ঘুমায়া থাকো নাকি? প্রতিমাসে এত কষ্ট করে রিপোর্ট তৈরি করে দেই এইগুলা না দেইখা কি চোখ বন্ধ করে রাখো?
আমরা ইমনিই টপে যেতে স্ট্যাগল করতেছি আর তুমি আবার LM ভাইয়ের অল্ট পোস্ট এড করতেছো। এনিয়নে আশা করি এমন টপ পোস্টার যেনো হয়ে থাকতে পারি এন্ড কোনো না কোনো দিন তোমাদের পেছনে ফেলতে পারি।

তুমি যে
স্ট্যাগল খোর তুমি এমনিতেও যাইতে পারবা ওমনিতেও যাইতে পারবা কাইন্দো না