...কোট...
যেহেতু আপনি দেখতেছেন আপনার পোস্ট ক্যারেক্টার লিমিটের বাহিরে চলে গেছে, সেক্ষেত্রে আপনি দরকার নয় এমন কোট/মেনশন গুলো রিমুভ করে জায়গা সেভ করতে পারতেন। এক্ষেত্রে আপনার সেপারেট পোস্ট করা লাগতো না আই গেস। উদাহরণ হিসেবে আমার দেয়া ঐ লিংক গুলো বা শিশির ভাইয়ের দেয়া লিংক।
যেহেতু অলরেডি কোট করছেন বা অলরেডি ইউজারনেম মেনশন করছেন সেহেতু বারবার এসব করার প্রয়োজন নেই। একবার করলেই আমরা টোকা পেয়ে যাই। আবার যদি পোস্ট বড় হয়, সেক্ষেত্রে যার পোস্ট কোট করতেছি তার পোস্টের ভিতরের জিনিস ডিলিট করে "কোট করলাম/মেনশন/কোট/snip" এগুলোর একটা লিখে দিবেন তাও হবে। নিচে একজনকে কোট করছি দেখেন। তিনি হেইয়া বড় পোস্ট করছিলেন বাট আমি যে অংশের জন্য রিপ্লাই দিবো তা রেখে বাকিটা কেটে দিসি।
আবার ডিজাইনেও পরিবর্তন আনতে পারতেন। পার্সোনালী আমার এমন তিড়িংবিড়িং (লল) ডিজাইন ভালো লাগেনা। নরমাল ডিজাইনই ভালো আমার মতে। সো আমি হলে এমন "স্পেশাল" ক্যারেকটার ইউজ করতাম না। কারন বাংলা শব্দগুলো ইমনিই অনেক জায়গা খায় (বিট বাইট এইসব হিসাব), তার উপর আবার দিসেন স্পেশাল ক্যারেকটার।
সবার শেষে, পরপর দুইবার এক সিরিয়ালে পোস্ট এলাও না (ফোরাম রুলস)। বাট যেহেতু আপনার পোস্ট একটু বেশিই বড় সেক্ষেত্রে বিষয়টা আমারদের মড Xal0lex কে বিষয়টা জানায় রাখতে পারেন। নয়তো কেউ যদি রিপোর্ট করে তাহলে আপনার পোস্ট ডিলিটও হলেও হতে পারে। বলা যায়না কিছু।
আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ
1. God Of Thunder [569]
2. Crypto Library [550]
3. Little Mouse( MotoLM [6]) [527+6=533]
4. Bd officer [439]
5. DYING_S0UL [426]
মিয়া তোমরা এতো পোস্ট কবে করলা? আমরা ইমনিই টপে যেতে স্ট্যাগল করতেছি আর তুমি আবার LM ভাইয়ের অল্ট পোস্ট এড করতেছো। এনিয়নে আশা করি এমন টপ পোস্টার যেনো হয়ে থাকতে পারি এন্ড কোনো না কোনো দিন তোমাদের পেছনে ফেলতে পারি।
