....এই সেম ফিচারটাই সাইলেন্ট পেমেন্ট এর কাজ। আপনি একটা ইউনিক আইডেন্টিফায়ার দিয়ে বিটকয়েন রিসিভ করবেন কিন্তু কেউ জানবে না এইটা কোন পাবলিক এড্রেসে জমা হয়েছে।
বাম্পিং
কিছুদিন আগে এটা নিয়ে গ্লোবালে একটা
পোস্ট দিসিলাম। মোরাল অব দ্যা স্টোরি, জিনিসটা আসলেই অনেক কমপ্লেক্স। আমরা যতটা ইজিলি বিষয়টা এক্সপ্লেইন করতেছি বা ধরতেছি সেটা তা মোটেও না। আমি কেক ওয়ালেটে silent payment অন করে দেখি এটা ব্লক স্ক্যান করা শুরু করছে। একটা না দুইটা না ৮০ হাজার প্লাস। খুব দ্রুত যে স্ক্যান হয় তাও না, পরে বিরক্ত হয়ে কেটে দিসিলাম। মোট কথা জিনিসটা অনেক টাইম কনজিউমিং, কমপ্লেক্স, ডিইলি লাইফ ট্রানজেকশনের জন্য না। এজন্য এটার ইমপ্লিমেন্টেশন নিয়ে এখনো কাজ চলতেছে আর হাতে গোনা দুই এক জায়গায় সাপোর্ট আছে।
মেরিট ট্রান্সেকশন এর ডিটেইল শেয়ার করতে পারবেন? লাইক - কে কতগুলো মেরিট রিসিভ করেছে পুরো মাস জুড়ে আর কে কতগুলো S Merit দিয়েছে। তাহলে বুঝা যাবে, কে কতটা এফোর্ট দিচ্ছে। আমি মনে হয় মোটামুটি ১৫+ মেরিট পেয়েছি আমাদের লোকাল বোর্ড থেকে গত মাসেই।
খারাপ শুনতে মনে হলেও আমাদের লোকাল সেকশনের জন্য আপনার এই হিসাব প্রযোজ্য হবে না। এর পিছনে বেশ কয়েকটা কারন আছে। মেইন কারন হলো মেরিট এবিউস। পূর্বে এটা নিয়ে অনেক ড্রামা হইছে, এখনো হয়। এজন্য লোকালে ঐভাবে মেরিট ট্রানজেকশন হয় না। বাকিদের কথা জানিনা বাট আমি নিজে চেষ্টা করি অসম্ভব ভালো পোস্ট না হলে মেরিট না দেয়ার জন্য। এজন্য দেয়ার মতো পোস্ট থাকলেও দেইনা, আবার যদি কারো খারাপ রেপুটেশন থাকে তাহলেও এভয়েড করি। লোকালে মেরিট দেয়া নেয়া নিয়ে যে মারামারি কামড়াকামড়ি হয় তা আমার পছন্দ না। এজন্য আমি যদি দরকার হয়, যদি দেয়ার মতো হয়, যদি আরো মেম্বার (গ্লোবাল) দিয়ে থাকে, যেমন আপনি গ্লোবালে একটা টুলস্ পোস্ট করছেন, এমন পোস্টে মেরিট দেই। আই গেস আমার মতো অনেকেই এমন কাজ করে। যদিও আমি গরিব, বর্তমানে একটা এসমেরিটও নাই স্টকে।
সো বুঝতেছেনই। এফোর্ট এর ব্যাপারটা ঐভাবে গোনায় ধরতে পারতেছেন না এখানে। মানুষ অনেকসময় ইচ্ছা করে বিরত রাখে নিজেকে এখানে মেরিট দেয়ার থেকে। তার থেকে ভালো গ্লোবালে কোনো ভালো পোস্টে যেখানে অনেকে দিসে সেখানে দিয়ে আসে।