Next scheduled rescrape ... never
Version 1
Last scraped
Edited on 11/08/2025, 16:56:07 UTC
খারাপ শুনতে মনে হলেও আমাদের লোকাল সেকশনের জন্য আপনার এই হিসাব প্রযোজ্য হবে না। এর পিছনে বেশ কয়েকটা কারন আছে। মেইন কারন হলো মেরিট এবিউস। পূর্বে এটা নিয়ে অনেক ড্রামা হইছে, এখনো হয়। এজন্য লোকালে ঐভাবে মেরিট ট্রানজেকশন হয় না। বাকিদের কথা জানিনা বাট আমি নিজে চেষ্টা করি অসম্ভব ভালো পোস্ট না হলে মেরিট না দেয়ার জন্য।  এজন্য দেয়ার মতো পোস্ট থাকলেও দেইনা, আবার যদি কারো খারাপ রেপুটেশন থাকে তাহলেও এভয়েড করি। লোকালে মেরিট দেয়া নেয়া নিয়ে যে মারামারি কামড়াকামড়ি হয় তা আমার পছন্দ না। এজন্য আমি যদি দরকার হয়, যদি দেয়ার মতো হয়, যদি আরো মেম্বার (গ্লোবাল) দিয়ে থাকে, যেমন আপনি গ্লোবালে একটা টুলস্ পোস্ট করছেন, এমন পোস্টে মেরিট দেই। আই গেস আমার মতো অনেকেই এমন কাজ করে। যদিও আমি গরিব, বর্তমানে একটা এসমেরিটও নাই স্টকে।

সো বুঝতেছেনই। এফোর্ট এর ব্যাপারটা ঐভাবে গোনায় ধরতে পারতেছেন না এখানে। মানুষ অনেকসময় ইচ্ছা করে বিরত রাখে নিজেকে এখানে মেরিট দেয়ার থেকে। তার থেকে ভালো গ্লোবালে কোনো ভালো পোস্টে যেখানে অনেকে দিসে সেখানে দিয়ে আসে।
বিষয়টা আমাদের জন্য খুবই  হতাশার। তুমি যেমনটি বলেছ লোকালে ওইভাবে মেরিট ট্রানজেকশন করোনা আমি নিজেও আগে যেমন ভাবে দিতাম তার চাইতেও অনেক কমিয়ে দিয়েছি জাস্ট এইটার জন্য যে গ্লোবালে কিছু কিছু মেম্বার যে ড্রামা করে যার সাথে যার কানেকশন রয়েছে বা অপব্যবহার করেছে  তাকেও ট্যাগ দেয় আবার  যারা অপব্যবহার করে নাই তাদেরকেও ট্যাগ দেওয়া হয়।

আর বিষয়টা  হতাশার কেন বললাম কারণ মেরিট মূলত ব্যবহারকারীদের অনুপ্রেরণা করে আরো ভালো পোস্ট করার জন্য সেখানে যদি ভালো পোস্ট করার পরেও বা টেকনিক্যাল কিছু শেয়ার করার পরেও ব্যবহারকারীরা মেরিট পায় না তখন তারা অন্যদিকে যেখানে ভালো কাজের অনুপ্রেরণা হিসেবে মেরিট রয়েছে সেই দিকেই বেশি ফোকাস করে।  আর এর ফলে দেখতে পাবে কি আমাদের লোকাল কমিউনিটি এর অ্যাক্টিভিটি ধীরে ধীরে আরো কমে যাচ্ছে বা খারাপের দিকে যাচ্ছে। আর এই বিষয়টা আমার নিকট আসলেই হতাশাজনক, পুরো একটা দেশ বা কমিউনিটি কিছু কিছু ড্রামাবাজ এবং সেইসাথে কিছু কিছু অপব্যবহারকারীর কারণে পিছিয়ে পড়ছে কারণ দোষ আমাদের কমিউনিটির কিছু লোকজনেরও রয়েছে কারণ এরা একাউন্ট তৈরি করে মাল্টিপল চালায় কিন্তু এদের হজম শক্তি সম্পর্কে এদের নিজেদেরই জানা নাই যে এইটা হজম করতে পারবে কিনা।  Embarrassed

যাই হোক আমাদের বাংলাদেশ বোর্ড এর বিষয়টা অনেকটা এমন আমাদের লাভ-লস নাই আমাদের পুরা জীবনটাই লস  Lips sealed
https://media.tenor.com/egArDJckaDEAAAAM/%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AD.gif

আপনি ঠিক বলেছেন ভাই আমি আপনার এই পোষ্টের মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি।।
আরো যুক্তিসহকারে পোস্ট দিবেন আশা করি 🌺


নিচে বিস্তারিত ডাটা গুলো চার্টের মাধ্যমে তুলে ধরা হলো।

জুলাই মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 132টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 57টি


মেরিট ট্রান্সেকশন এর ডিটেইল শেয়ার করতে পারবেন? লাইক - কে কতগুলো মেরিট রিসিভ করেছে পুরো মাস জুড়ে আর কে কতগুলো S Merit দিয়েছে। তাহলে বুঝা যাবে,  কে কতটা এফোর্ট দিচ্ছে। আমি মনে হয় মোটামুটি ১৫+ মেরিট পেয়েছি আমাদের লোকাল বোর্ড থেকে গত মাসেই।

আরেকটা বিষয় খেয়াল করলাম সেদিন, পাকিস্তান বোর্ড এর পেজ সংখ্যা ১৩০০+ যা আমাদের ২গুন৷ আমরা Other Language এর মধ্যেও পিছিয়ে আছি।

ইনশাআল্লাহ আমরাও এগিয়ে যাব তাদের মত 😊
আমাদের ধৈর্য ধরে একটিভ থেকে কাজ করে যেতে হবে।
আমাদের ভালো ভালো পোস্ট করে  এগিয়ে যেতে হবে।  আমাদের হিংসা বিবাদ ভুলে গিয়ে একসাথে কাজ করে আরো দূরে এগিয়ে যেতে হবে।।  ইনশাআল্লাহ আমরাও এক দিন বড় কমিউনিটি হয়ে উঠবো 🤲 একতাই শক্তি একতাই বল 🤝
Original archived Re: বাংলা (Bengali)
Scraped on 04/08/2025, 16:56:39 UTC
খারাপ শুনতে মনে হলেও আমাদের লোকাল সেকশনের জন্য আপনার এই হিসাব প্রযোজ্য হবে না। এর পিছনে বেশ কয়েকটা কারন আছে। মেইন কারন হলো মেরিট এবিউস। পূর্বে এটা নিয়ে অনেক ড্রামা হইছে, এখনো হয়। এজন্য লোকালে ঐভাবে মেরিট ট্রানজেকশন হয় না। বাকিদের কথা জানিনা বাট আমি নিজে চেষ্টা করি অসম্ভব ভালো পোস্ট না হলে মেরিট না দেয়ার জন্য।  এজন্য দেয়ার মতো পোস্ট থাকলেও দেইনা, আবার যদি কারো খারাপ রেপুটেশন থাকে তাহলেও এভয়েড করি। লোকালে মেরিট দেয়া নেয়া নিয়ে যে মারামারি কামড়াকামড়ি হয় তা আমার পছন্দ না। এজন্য আমি যদি দরকার হয়, যদি দেয়ার মতো হয়, যদি আরো মেম্বার (গ্লোবাল) দিয়ে থাকে, যেমন আপনি গ্লোবালে একটা টুলস্ পোস্ট করছেন, এমন পোস্টে মেরিট দেই। আই গেস আমার মতো অনেকেই এমন কাজ করে। যদিও আমি গরিব, বর্তমানে একটা এসমেরিটও নাই স্টকে।

সো বুঝতেছেনই। এফোর্ট এর ব্যাপারটা ঐভাবে গোনায় ধরতে পারতেছেন না এখানে। মানুষ অনেকসময় ইচ্ছা করে বিরত রাখে নিজেকে এখানে মেরিট দেয়ার থেকে। তার থেকে ভালো গ্লোবালে কোনো ভালো পোস্টে যেখানে অনেকে দিসে সেখানে দিয়ে আসে।
বিষয়টা আমাদের জন্য খুবই  হতাশার। তুমি যেমনটি বলেছ লোকালে ওইভাবে মেরিট ট্রানজেকশন করোনা আমি নিজেও আগে যেমন ভাবে দিতাম তার চাইতেও অনেক কমিয়ে দিয়েছি জাস্ট এইটার জন্য যে গ্লোবালে কিছু কিছু মেম্বার যে ড্রামা করে যার সাথে যার কানেকশন রয়েছে বা অপব্যবহার করেছে  তাকেও ট্যাগ দেয় আবার  যারা অপব্যবহার করে নাই তাদেরকেও ট্যাগ দেওয়া হয়।

আর বিষয়টা  হতাশার কেন বললাম কারণ মেরিট মূলত ব্যবহারকারীদের অনুপ্রেরণা করে আরো ভালো পোস্ট করার জন্য সেখানে যদি ভালো পোস্ট করার পরেও বা টেকনিক্যাল কিছু শেয়ার করার পরেও ব্যবহারকারীরা মেরিট পায় না তখন তারা অন্যদিকে যেখানে ভালো কাজের অনুপ্রেরণা হিসেবে মেরিট রয়েছে সেই দিকেই বেশি ফোকাস করে।  আর এর ফলে দেখতে পাবে কি আমাদের লোকাল কমিউনিটি এর অ্যাক্টিভিটি ধীরে ধীরে আরো কমে যাচ্ছে বা খারাপের দিকে যাচ্ছে। আর এই বিষয়টা আমার নিকট আসলেই হতাশাজনক, পুরো একটা দেশ বা কমিউনিটি কিছু কিছু ড্রামাবাজ এবং সেইসাথে কিছু কিছু অপব্যবহারকারীর কারণে পিছিয়ে পড়ছে কারণ দোষ আমাদের কমিউনিটির কিছু লোকজনেরও রয়েছে কারণ এরা একাউন্ট তৈরি করে মাল্টিপল চালায় কিন্তু এদের হজম শক্তি সম্পর্কে এদের নিজেদেরই জানা নাই যে এইটা হজম করতে পারবে কিনা।  Embarrassed

যাই হোক আমাদের বাংলাদেশ বোর্ড এর বিষয়টা অনেকটা এমন আমাদের লাভ-লস নাই আমাদের পুরা জীবনটাই লস  Lips sealed
https://media.tenor.com/egArDJckaDEAAAAM/%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AD.gif

আপনি ঠিক বলেছেন ভাই আমি আপনার এই পোষ্টের মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি।।
আরো যুক্তিসহকারে পোস্ট দিবেন আশা করি 🌺