নিচে বিস্তারিত ডাটা গুলো চার্টের মাধ্যমে তুলে ধরা হলো।
জুলাই মাসের টোটাল পোস্ট হয়েছে = 132টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 57টি
মেরিট ট্রান্সেকশন এর ডিটেইল শেয়ার করতে পারবেন? লাইক - কে কতগুলো মেরিট রিসিভ করেছে পুরো মাস জুড়ে আর কে কতগুলো S Merit দিয়েছে। তাহলে বুঝা যাবে, কে কতটা এফোর্ট দিচ্ছে। আমি মনে হয় মোটামুটি ১৫+ মেরিট পেয়েছি আমাদের লোকাল বোর্ড থেকে গত মাসেই।
আরেকটা বিষয় খেয়াল করলাম সেদিন, পাকিস্তান বোর্ড এর পেজ সংখ্যা ১৩০০+ যা আমাদের ২গুন৷ আমরা Other Language এর মধ্যেও পিছিয়ে আছি।
ইনশাআল্লাহ আমরাও এগিয়ে যাব তাদের মত 😊
আমাদের ধৈর্য ধরে একটিভ থেকে কাজ করে যেতে হবে।
আমাদের ভালো ভালো পোস্ট করে এগিয়ে যেতে হবে। আমাদের হিংসা বিবাদ ভুলে গিয়ে একসাথে কাজ করে আরো দূরে এগিয়ে যেতে হবে।। ইনশাআল্লাহ আমরাও এক দিন বড় কমিউনিটি হয়ে উঠবো 🤲 একতাই শক্তি একতাই বল 🤝