ঠিক বলেছেন একদম হাসবো নাকি কাদবো বুঝতেছি না। মেরিট প্রদান করার মূল উদ্দেশ্য হওয়া উচিত ছিলো যে আমার কোনো ইউজার এর কোনো উক্তি বা কার্রযকর্ম ভালো লেগেছে তাকে আমি মেরিট দিব। এখানে আবার এবিউস নিয়ে আসছে। একটা বিষয় খেয়াল করলে দেখবেন, যারা মেরিট সোর্স বা যারাই মেরিট প্রদান করে তারা অধিকাংশই নিজেদের লোকাল বোর্ড এ সবচাইতে বেশি মেরিট ট্রান্সেকশন করে। আর এটা খারাপ বিষয় না।
একচুয়ালি ভাই কি বলবো আর এখানে, আমাদের নিজেদেরও মাঝেমধ্যে দোষ থাকে কিন্তু গ্লোবালের অনেক ইউজাররা যারা দোষ করে তাদেরকেও শাস্তি দেয় আবার যারা দোষ করে না তাদেরকেও শাস্তি দেয় মূলত তাদের নিজেদের মনে যা আসে বা যা বলে সেটাকেই পুঁজি করে শাস্তি দেয় শাস্তি বলতে আমি মূলত নেগেটিভ ট্রাস্ট দেওয়াকে বলতেছি।
আমাদের Wonder Work ভাই দেখলাম নেগেটিভ ট্যাগ খেয়েছে।
একচুয়ালি Wonder Work ভাই এর একাউন্টা তৈরি করা হয়েছে পিজ্জা এর ঠিক কিছুদিন পূর্বেই আর যার ফলে তার একাউন্ট কে মেরিট ফার্মার বা একাউন্ট ফার্মার হিসেবে অভিযোগ করা হয়েছে অনেক আগে থেকেই, আসলে আমি তার বিষয়টি এখনো গভীরভাবে যাচাই করে দেখিনি যে সে রেড ট্রাস্ট পাওয়ার যোগ্য ছিল কিনা।
আসলে আমরা নিজেরাই বিষয় টা কে জটিল বানিয়ে ফেলেছি। এসব দেখলে গ্লোবাল এর কেও মনে করবে না কেনো যে আমরা ফোরাম এর এবিউজ করার জন্যই শুধু ব্যবহার করি। তবে আমি সবসময় ই চেষ্টা করি মেরিট পাওয়ার যোগ্য পোস্ট কে অবশ্যই মেরিট প্রদান করার এবং পারসোনাল কোনো উক্তি যদি ভালো লাগে তবেই আমি দেই। মনে হচ্ছে আমার পয়েন্ট অভ ভিও বদলাতে হবে, তা নাহলে কবে দেখব যে আমি নিজেই আসামি হয়ে গেছি

)
যাইহোক ব্যবহারকারীদের দৃষ্টিভঙ্গি বদলাবে দেখেই আমি উপরে আমার হতাশার ব্যক্ত করেছি , আর প্রমাণস্বরূপ আপনি নিজেই এসে এটা বলে দিলেন আপনার দৃষ্টিভঙ্গি বদলাবেন। বিষয়টা অনেকটা ওপেন সিক্রেট যে ইউজাররা নিরুপায়। যেমন এতদিন আপনি যেভাবে মেরিট দিতেন এখন হয়তো আর সেভাবে মেরিট দিবেন না। এতে করে আমাদের এই ফোরামের অনেকগুলো কোয়ালিটি ফুল পোস্টগুলো সেখান থেকে বাদ পড়ে যাবে এবং অবশ্যই তারা উৎসাহিতো কম হবে। আর এটা অবশ্যই আমাদের বাংলা বোর্ডের অগ্রগতির জন্য বাধা।