Post
Topic
Board Other languages/locations
Re: সাতোশি নাকামোতো মূর্তি লুগানোতে নিখোঁজ।
by
Xtraordinarious
on 07/08/2025, 03:57:16 UTC
সাতোশি নাকামোতো মূর্তি লুগানোতে নিখোঁজ হয়েছিলো, কিন্তু অবশেষে উদ্ধার করা হয়েছে

হ্যাঁ, এই বিষয়ে জানি কিন্তু সুইজারল্যান্ডের মতো এত পরিপাটি এবং গুছানো একটা শহরে এরকম নেককারজনক কাজ হতে পারে এটা সত্যি কল্পনার বাইরে ছিলো।

এখানে আপনি যে বিষয়টা শেয়ার করেছেন এটা চুরি হওয়ার খবর জানা গেছে এটা একদম ঠিক নয় কারণ টুইটারের মাধ্যমে একটা পোস্ট দেখতে পেয়েছিলাম। @Grittoshi নামের কোন এক ব্যক্তি এই বিষয়টা নিশ্চিত করেছিলেন। সাতোশি নাকামোতো হ্যাজ বিন স্টলেন এরকম একটা আপডেট দিয়ে পোস্ট করেছিলেন ফোরামের fillippone নামের এক সম্মানিত ব্যক্তি। সে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করেছিলেন যদি কেউ সাতোশি নাকমোতো পুনরুদ্ধারের তথ্য দিয়ে সাহায্য করতে পারে তাহলে @satoshigallery তাকে ০.১বিটিসি অফার করেছিলো।

@Grittoshi এর আরো আপডেট থেকে জানতে পারা যায় যে সুইজারল্যান্ডের ওই শহরে জাতীয় দিবস উপলক্ষে কিছু যুবক চায়ের ক্যাফে মধ্যপান করায় মাতাল অবস্থায় ছিল তারা বাসায় ফিরে যাওয়ার সময় এটা ভেঙে ফেলেছিলো। এটাকে ভেঙে তারা একটা হ্রদের মধ্যে ফেলে দিয়েছিল পরবর্তীতে এটা উদ্ধার করা হয়েছে এবং ঠিক করার কাজ চলছে বলে জানা গেছে।

যারা এটা করেছে তারা এটার গুরুত্ব বুঝতে পারেনি যার কারণে এমনটা করেছিল বলে আখ্যায়িত করেছে। তবে সর্বোপরি এটার প্রতি সঠিক একটা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এরকম একটা শহরে এরকম ঘটনা ঘটতে পারে এটা কখনোই আশা করার মতো নয় সেজন্য। এবং যে যুবকরা এরকম করেছে তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা উচিত।