Post
Topic
Board Other languages/locations
Re: সাতোশি নাকামোতো মূর্তি লুগানোতে নিখোঁজ।
by
Crypto Library
on 07/08/2025, 19:58:58 UTC
ভাই নিচের পিকচার টি দেখতে পারেন, এই মূর্তিটা একদিক থেকে বোঝা যায়, মুর্তিটির হাতে একটা লেপটপ রয়েছে এবং মূর্তির ফোকাস লেপটপের দিকে রাখা হয়েছে। এটা ঠিকই কেউ জানে না সাতোশি কোন দল, না একক ব্যাক্তি, কিন্তু তারা অনুমান ভিত্তিক মূর্তি স্থাপন করেছে।

[পিকচার টুইটার থেকে নেওয়া হয়েছে]
যাক বিষয়টাও অতটাও খারাপ না  প্রতিকীভাবে এটাতে অ্যাজ ইউজুয়াল বুড়ো  জাপানিজ দেখতে লোকটার মত কোন মূর্তি তৈরি করেনি।

- বিটকয়েনটক থেকে প্রতিনিয়ত পোস্ট সংগ্রহ চালিয়ে যাওয়া (তাৎক্ষণিক প্রায়োরিটি) চলমান
- সার্চ রেজাল্টের কোয়ালিটি উন্নত করা। চলমান
- ইউজার, তারিখ ইত্যাদির জন্য ফিল্টার যুক্ত করা। করা হয়ে গেছে
- এন্ড-ইউজার API তৈরি
এইটার ব্যবহারের স্পেশালিটি আমি এখনো পর্যন্ত হতে পারিনি। তবে এর আগেও অনেকবার এটাতে এক্সপ্লোর করার চেষ্টা করেছে কিন্তু এটা ninjastic.space এর চাচাতো ভাইয়ের মতনই আমার মনে হয়েছে। এটা ব্যবহার করেছ বা কোন স্পেশাল কিছু রয়েছে মাল্টি অ্যাকাউন্ট ইউজার বা অ্যাবিউসারদের ধরার জন্য?

আর এন্ড-ইউজার API তৈরি বলতে কি বুঝায় এটা কি জানো তুমি? জানলে একটু  আমাদেরকেও জানাইও