Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
LDL
on 12/08/2025, 23:05:34 UTC
সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর কেলেঙ্কারি

এইটা কোন কথা হলো, একটা দর্শনীয় স্থান যেখানে ভ্রমণ পিয়াসী মানুষগুলো একটু অবসর সময় কাটানোর জন্য ভ্রমণ করতে যায়। অথচ সেই সাদা পাথর এখন বর্তমানে সাদা মরুভূমিতে পরিণত হয়েছে। এইটা আমরা কোন দেশে বসবাস করি। আমরা মানুষ হিসাবে জীবনেও দাবি করতে পারবোনা। ওই অঞ্চলে রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই কাজগুলো হচ্ছে এবং এখানে আইনের লোক গুলো সম্পূর্ণ নিরুপায় এবং নীরব দর্শকের ভূমিকা পালন করছে। দেশের আইন শৃঙ্খলার সর্বোচ্চ অবনতি হচ্ছে।