Next scheduled rescrape ... in 17 hours
Version 1
Last scraped
Scraped on 12/08/2025, 23:10:05 UTC
সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর কেলেঙ্কারি

এইটা কোন কথা হলো, একটা দর্শনীয় স্থান যেখানে ভ্রমণ পিয়াসী মানুষগুলো একটু অবসর সময় কাটানোর জন্য ভ্রমণ করতে যায়। অথচ সেই সাদা পাথর এখন বর্তমানে সাদা মরুভূমিতে পরিণত হয়েছে। এইটা আমরা কোন দেশে বসবাস করি। আমরা মানুষ হিসাবে জীবনেও দাবি করতে পারবোনা। ওই অঞ্চলে রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই কাজগুলো হচ্ছে এবং এখানে আইনের লোক গুলো সম্পূর্ণ নিরুপায় এবং নীরব দর্শকের ভূমিকা পালন করছে। দেশের আইন শৃঙ্খলার সর্বোচ্চ অবনতি হচ্ছে।



পৃথিবীর অন্যান্য দেশ তাদের ঐতিহ্য রক্ষার জন্য জীবন পর্যন্ত বাজি রাখে অথচ আমরা এমন মানুষ হইলাম যে নিজের দেশের ঐতিহ্য লুটপাট করে খাচ্ছি। তাহলে বুঝতে পারলাম স্বাধীনতার পরে কেন বাংলাদেশের লুটপাত বেড়ে গিয়েছিলো। তখনো যে বাঙালি ছিল এখনো একই বাঙালি আছে বাঙ্গালীদের রক্তে প্রবাহের কোন পরিবর্তন হয়নি। বাঙ্গালীদের রক্তে নিজের ক্ষতি করা, অন্যের ধনসম্পদ লুটপাত করে খাওয়া, দুর্নীতি করা চুরি ডাকাতি করা ইত্যাদি একটা কমন ধমনী প্রবাহ। এই ধমনী প্রবাহ শিরা-উপ শিরায় গিয়ে শেষ হয়েছে। তাই মনুষ্যত্বের চিকিৎসা যতই করি না কেন রক্ত দূষিত হলে কখনো স্বভাব পরিবর্তন হবে না।
Original archived Re: বাংলা (Bengali)
Scraped on 12/08/2025, 23:05:34 UTC
সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর কেলেঙ্কারি

এইটা কোন কথা হলো, একটা দর্শনীয় স্থান যেখানে ভ্রমণ পিয়াসী মানুষগুলো একটু অবসর সময় কাটানোর জন্য ভ্রমণ করতে যায়। অথচ সেই সাদা পাথর এখন বর্তমানে সাদা মরুভূমিতে পরিণত হয়েছে। এইটা আমরা কোন দেশে বসবাস করি। আমরা মানুষ হিসাবে জীবনেও দাবি করতে পারবোনা। ওই অঞ্চলে রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই কাজগুলো হচ্ছে এবং এখানে আইনের লোক গুলো সম্পূর্ণ নিরুপায় এবং নীরব দর্শকের ভূমিকা পালন করছে। দেশের আইন শৃঙ্খলার সর্বোচ্চ অবনতি হচ্ছে।