অভিনন্দন ভাই, বাংলা তে আসেন না কেনো? আরেকটু বেশি বেশি আসবেন, আড্ডা দিবেন কথা বলবেন। কিছু টিপস শেয়ার করেন, কিভাবে দ্রুত র্যানক আপ করা যায়। আপনারা সিনিয়র মেম্বার আমাদের থেকে।
সবাই কেমন আছেন। কি এক দিন চলে আসলো, সবাই কম বেশি অসুস্থ হয়ে পরছে। টানা দুইদিন জ্বর এ ভুগলাম, এখনো পুরোপুরি রিকভারি হতে পারি নাই। আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন।একটু সাবধানে চলবেন সবাই, সিজন টাই কেমন যেনো চলছে
ধন্যবাদ ভাই, আসলে ভাই আমি সপ্তাহে বাংলা থ্রেডে কমপক্ষে ৪-৫ টা পোস্ট করার চেষ্টা করি, প্রত্যেক সপ্তাহে টপ পোস্টার এর মধ্যে প্রায় ৩-৪ নাম্বার অবস্থানে থাকি। তবে চেষ্টা করবো আরও পোস্ট করার।
হ্যাঁ, সবাই অসুস্থ হয়ে পড়তেছে, আমার এলাকায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, আমার নিজেরও একসপ্তাহ আগে সর্দি জ্বর হয়েছিলো, এখনো হালকা কাশি রয়েছে, তবে সকলের জন্য দুয়া করি সবাই যেনো দ্রুত সুস্থ হয়।
সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর কেলেঙ্কারি
বাঙ্গালীদের দ্বারা সবকিছুই সম্ভব, চুরি, ডাকাতি, অন্যায় অত্যাচারে বাঙালিরা সেরা। আসলে বাঙালিরা পূর্বে থেকেই খারাপ, বাঙালিরা আছে শুধু নিজের পেট ভর্তি করার ধান্দায়, দেশের প্রকৃতি নষ্ট হয়ে গেলে তাদের কিছু আসে যায় না। তারা কোটি কোটি টাকা কামিয়ে শেষ পর্যন্ত দেশ ত্যাগ করে বিদেশে পাড়ি জমাবে। বাঙালি যে দেশে গেছে সেই দেশটাই নষ্ট করে ফেলেছে। বিষয়টি খুবই দুঃখজনক।
হয়তো এই সব কাজ বর্তমান সময়ের পাতি নেতারা করেছে।