Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 13/08/2025, 15:29:38 UTC
কিছু বলার নেই ভাই নিরব দর্শক হয়ে দেখা ছাড়া। এটাই আমাদের সোনার বাংলাদেশ যেখানে বিপ্লব হয়েছিল নতুন কিছু হবার আশায় কিন্তু এইখানে বিপ্লব নিজেই গায়েব হয়ে গিয়েছে।
জানি না কে বাংলাদেশকে সোনার বাংলাদেশ বলেছিলো, আসলে বাংলাদেশ হলো চোরের দেশ, এই দেশে কোন ভালো মানুষ দেখতে পাচ্ছি না। বর্তমানে সবাই যার যার নিজের স্বার্থের দিকে রয়েছে। আগে আওয়ামিলীগের নেতারা চাটছে, এহন বিএনপি নেতারা চাটছে, আসলে যে বনে যায় সেই বাঘ হয়ে যায়, কেউ ভালো নয়।

সবাই কী ইথেরিয়ামের দামের উপর খেয়াল রাখছেন? কিছু দিন আগেও ২ হাজার ডলারের নিচে ছিলো এবং কয়েকদিন ৩k আশে পাশে ছিলো, কিন্তু হটাৎ করে কিছুদিনের মধ্যে $৪৫০০ ডলার প্লাস হয়েছে, আজকে এখন পর্যন্ত $৪৭৩৬ ডলার পর্যন্ত উঠেছিলো, অল টাইম হাই থেকে মাত্র ১১০-২০ ডলার +- দূরে রয়েছে। এইতো আমরা শীঘ্রই নতুন ATH দেখতে চলেছি, না মার্কেট আবারো নিচের দিকে যেতে পারে? আপনাদের মতামত কি? কেউ কী ইথেরিয়াম কিনেছিলেন? যারা কিনেছিলেন তারা বেশ প্রফিট দেখতে পাচ্ছেন।