Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Shishir99
on 14/08/2025, 09:31:20 UTC
বাংলা ছবি দেখেন নাই আগে? সব ঘটনা শেষ হলে কেবল তখনই তারা আসতো। এইসব দেখে বড় হয়েছি যেহেতু, আমরা তো এইরকমই করবো।

 Cheesy Cheesy

তাই বলে বাংলা ছবির সাথে তুলনা করে দিলেন ভাই?
আমার জীবনে আমি সম্ভবত একবার মাত্র পুলিশের হেল্প পেয়েছিলাম ঢাকায়। আমার সারা জীবনে সব সময় পুলিশের হাতে হেনস্থা হতে হয়েছে। আমার অনেক পুলিশ বন্ধু আছে। তাদের সাথে আমার ব্যাক্তিগত সম্পর্ক ও অনেক ভালো। কিন্তু যখনই পুলিশের কাছে হেনস্থা হওয়ার কথা তাদের কাছে শেয়ার করি, তারা একদম চুপচাপ হয়ে যায়। এই ব্যাপারে তারা আর কোনো মন্তব্যই করে না। এগুলো দেখে আমার বুঝতে বাকি থাকে না যে আমার এই পুলিশ বন্ধু গুলো হয়তো একই ভাবে সাধারণ মানুষ কে হয়রানি করে। যে কারনে তারা আমাকে এই ব্যাপারে আর কোনো কথাই বলে না।

যাই হোক, সব পুলিশ খারাপ না। আবার আমার ক্লাসমেট পুলিশ, যার বেতন সম্ভবত ৩০ হাজারের নিচে, সে কোটি টাকার বাড়ি করে দেখেই বুঝতে পারি আমার বন্ধু কতো ভালো পুলিশ। ঘটনা স্থলে পুলিশ সাথে সাথে আসবে কেনো? তারা তো ঘটনাস্থলে আসার জন্য টাকা পায় না। তারা টাকা পায় যেনো ঘটনাস্থলে না যায় সেজন্য।