Next scheduled rescrape ... never
Version 1
Last scraped
Scraped on 21/08/2025, 14:22:35 UTC
জানি না কে বাংলাদেশকে সোনার বাংলাদেশ বলেছিলো, আসলে বাংলাদেশ হলো চোরের দেশ, এই দেশে কোন ভালো মানুষ দেখতে পাচ্ছি না। বর্তমানে সবাই যার যার নিজের স্বার্থের দিকে রয়েছে। আগে আওয়ামী লীগের নেতারা চাটছে, এহন বিএনপি নেতারা চাটছে, আসলে যে বনে যায় সেই বাঘ হয়ে যায়, কেউ ভালো নয়। 
সোনার বাংলাদেশ উল্টায় এখন চোরের বাংলাদেশ রাখা হয়েছে কারণ এই দেশে যারাই ক্ষমতায় আসুক না কেন তারাই গুন্ডামি চাঁদাবাজি সন্ত্রাসবাদী করবেই। দেশের যে অবনতি শুরু হয়েছে এগুলো কোনদিনও আর ঠিক হবে না এক দিক দিয়ে ঠিক হবে আরেকদিক দিয়ে অন্য দল আইসা সেগুলো লুটপাট করে খাবে। কাজ হবে না ভাই এগুলো কোনদিনও শেষ হবে না।



আবার রিসেন্টলি একটা খবর ভাইরাল হয়েছে সিলেটের সাদা পাথর লুটপাট হয়েছিল সেটা আবার সেনাবাহিনীর অভিযানে কিছু পাথর আবারো পূর্বের জায়গায় ফেলে রাখা হচ্ছে। যদিও এটা ভালোই মনে হয়েছে কিন্তু সত্যি এটা হাস্যকর লাগছে। ওই হাজার কোটি টাকার পাথর লুটপাট করছে এইখান থেকে কিছু পাথর ফেরত দিয়ে এটাও ধামাচাপা দিয়ে দেবে। বাঙালি পাবলিক এরকমই একটা খবর যখন ভাইরাল হয় তখন ধুমাইয়া হাইপ চলে এটা একদিন দুইদিন যেতে না গেটে মোর ঘুরে অন্যদিকে চলে যায়।

কি একটা কাহিনী শুরু হইছে লুটপাট করে নিয়ে যাচ্ছে আবার সেগুলো উদ্ধার করে পূর্বের জায়গায় রাখা হচ্ছে। এইখান থেকে অনেক মানুষ তাদের জীবনের জীবিকা নির্বাহ করতে। সারাদেশ থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসতো এবং প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে আসত কিন্তু সেটাও লুটপাট হয়ে যাচ্ছে। একটা নিউজে দেখলাম উপদেষ্টা বলতেছে যারা লুটপাট শিখতে চাও তারা বাংলাদেশে আসো কি একটা কথা। বাংলাদেশের অবস্থা এতটাই খারাপের দিকে যাচ্ছে যে কোনভাবেই আর ঘুরে দাঁড়ানোর কোন রাস্তা দেখা যাচ্ছে না।

একটা ভিডিও শেয়ার করলাম:
https://www.facebook.com/share/v/1P3F1FktUb/

পাথরগুলো ফিরিয়ে আনতেছে:
https://talkimg.com/images/2025/08/14/UShChI.jpeg
Original archived Re: বাংলা (Bengali)
Scraped on 14/08/2025, 14:22:56 UTC
জানি না কে বাংলাদেশকে সোনার বাংলাদেশ বলেছিলো, আসলে বাংলাদেশ হলো চোরের দেশ, এই দেশে কোন ভালো মানুষ দেখতে পাচ্ছি না। বর্তমানে সবাই যার যার নিজের স্বার্থের দিকে রয়েছে। আগে আওয়ামী লীগের নেতারা চাটছে, এহন বিএনপি নেতারা চাটছে, আসলে যে বনে যায় সেই বাঘ হয়ে যায়, কেউ ভালো নয়। 
সোনার বাংলাদেশ উল্টায় এখন চোরের বাংলাদেশ রাখা হয়েছে কারণ এই দেশে যারাই ক্ষমতায় আসুক না কেন তারাই গুন্ডামি চাঁদাবাজি সন্ত্রাসবাদী করবেই। দেশের যে অবনতি শুরু হয়েছে এগুলো কোনদিনও আর ঠিক হবে না এক দিক দিয়ে ঠিক হবে আরেকদিক দিয়ে অন্য দল আইসা সেগুলো লুটপাট করে খাবে। কাজ হবে না ভাই এগুলো কোনদিনও শেষ হবে না।



আবার রিসেন্টলি একটা খবর ভাইরাল হয়েছে সিলেটের সাদা পাথর লুটপাট হয়েছিল সেটা আবার সেনাবাহিনীর অভিযানে কিছু পাথর আবারো পূর্বের জায়গায় ফেলে রাখা হচ্ছে। যদিও এটা ভালোই মনে হয়েছে কিন্তু সত্যি এটা হাস্যকর লাগছে। ওই হাজার কোটি টাকার পাথর লুটপাট করছে এইখান থেকে কিছু পাথর ফেরত দিয়ে এটাও ধামাচাপা দিয়ে দেবে। বাঙালি পাবলিক এরকমই একটা খবর যখন ভাইরাল হয় তখন ধুমাইয়া হাইপ চলে এটা একদিন দুইদিন যেতে না গেটে মোর ঘুরে অন্যদিকে চলে যায়।

কি একটা কাহিনী শুরু হইছে লুটপাট করে নিয়ে যাচ্ছে আবার সেগুলো উদ্ধার করে পূর্বের জায়গায় রাখা হচ্ছে। এইখান থেকে অনেক মানুষ তাদের জীবনের জীবিকা নির্বাহ করতে। সারাদেশ থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসতো এবং প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে আসত কিন্তু সেটাও লুটপাট হয়ে যাচ্ছে। একটা নিউজে দেখলাম উপদেষ্টা বলতেছে যারা লুটপাট শিখতে চাও তারা বাংলাদেশে আসো কি একটা কথা। বাংলাদেশের অবস্থা এতটাই খারাপের দিকে যাচ্ছে যে কোনভাবেই আর ঘুরে দাঁড়ানোর কোন রাস্তা দেখা যাচ্ছে না।

একটা ভিডিও শেয়ার করলাম:
https://www.facebook.com/share/v/1P3F1FktUb/

পাথরগুলো ফিরিয়ে আনতেছে:
https://talkimg.com/images/2025/08/14/UShChI.jpeg