সম্মানিত ভাই এবং ব্রাদার্সরা আর যদি আপুরা থাকেন, অনেক তো হলো পাথর কেলেঙ্কারি নিয়ে কথা, মার্কেটের অবস্থা কি কেউ খেয়াল রাখতেছেন?
https://bitcoindata.science/api/localprice.php?coin=bitcoin&amount=1¤cy=USD&hex=000000গতকাল মার্কেট দেখে আমি অবাক হয়েছিলাম যে ইথারিয়াম প্রায় তার নতুন অলটাইম হাই প্রাইস তৈরি করার কাছাকাছি চলে গিয়েছিল কিন্তু অল্পের জন্য করতে পারেনি। আর এই দিক দিয়ে আবার বর্তমানে মার্কেটের লালবাতি দেখতে পাচ্ছি প্রায় সকল কয়েনেই লালবাতি জ্বলে উঠেছে?
এটাকে আসলেই ছোট একটা মার্কেট কারেকশন নাকি আমি যেটা এর আগে বলতেছিলাম সেই রাস্তায় যাচ্ছে? যদিও আমার মনে হচ্ছে এই যাত্রায় হয়তোবা আমরা ছোটখাটো একটা অল্ট সিজন দেখা পেতে পারি যদিও আমার এক্সপেক্টেশন অন্যটা ছিল এই মার্কেট নিয়ে।
ভাই একদম ঠিক কথা বলছো। পাথর কেলেঙ্কারির কথায় সবাই মশগুল, এই দিকের কথা হয়তো সবাই ভুলেই গিয়েছে। কিন্তু আসল খেলাটা তো মার্কেটে হচ্ছে! আমিও কাল ETH এর প্রাইস দেখে বেশ চমকে গিয়েছিলাম একেবারে নতুন ATL এর দোরগোড়ায় গিয়েও যেন একটু থেমে গেলো। আর আজকের মার্কেট দেখে মনে হচ্ছে, একটু দম নিচ্ছে সবাই এরকমটা হচ্ছে।
তবে যেটা তুমি বলছো অল্ট সিজনের সম্ভাবনা আমি সেটার কথাও সিরিয়াসলি ভাবতেছি। বিটিসি সাইডওয়েতে গেলে অল্টগুলো একটু শো অফ করে, এই ট্রেন্ড আমরা আগেও দেখেছি। যদিও মার্কেট প্রেডিক্ট করা আসলে খুবই কষ্টকর, তারপরেও কিছু কিছু সিগন্যাল বলছে সামনে মুভ আসতে পারে।
তবে সাবধানে থাকা লাগবে, কারণ ছোট কারেকশন থেকেই অনেকে প্যানিক করে সব বিক্রি করে দেয় ভাই। সেই ফাঁকে আবার হোয়েলরা ঢুকে পড়ে। তাই লং টার্ম ভিউ নিয়ে ঠাণ্ডা মাথায় থাকাই বেস্ট। দেখা যাক, সামনে কী আসে। আপডেট শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই আপনার পোস্টগুলো দেখলে ভালই লাগে।