ভাই একদম ঠিক কথা বলছো। পাথর কেলেঙ্কারির কথায় সবাই মশগুল, এই দিকের কথা হয়তো সবাই ভুলেই গিয়েছে। কিন্তু আসল খেলাটা তো মার্কেটে হচ্ছে! আমিও কাল ETH এর প্রাইস দেখে বেশ চমকে গিয়েছিলাম একেবারে নতুন ATL এর দোরগোড়ায় গিয়েও যেন একটু থেমে গেলো। আর আজকের মার্কেট দেখে মনে হচ্ছে, একটু দম নিচ্ছে সবাই এরকমটা হচ্ছে।
তবে যেটা আপনি বলেছেন অল্ট সিজনের সম্ভাবনা আমি সেটার কথাও সিরিয়াসলি ভাবতেছি। বিটিসি সাইডওয়েতে গেলে অল্টগুলো একটু শো অফ করে, এই ট্রেন্ড আমরা আগেও দেখেছি। যদিও মার্কেট প্রেডিক্ট করা আসলে খুবই কষ্টকর, তারপরেও কিছু কিছু সিগন্যাল বলছে সামনে মুভ আসতে পারে।
তবে সাবধানে থাকা লাগবে, কারণ ছোট কারেকশন থেকেই অনেকে প্যানিক করে সব বিক্রি করে দেয় ভাই। সেই ফাঁকে আবার হোয়েলরা ঢুকে পড়ে। তাই লং টার্ম ভিউ নিয়ে ঠাণ্ডা মাথায় থাকাই বেস্ট। দেখা যাক, সামনে কী আসে। আপডেট শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই আপনার পোস্টগুলো দেখলে ভালই লাগে।
আমার আসলে বর্তমানে বিটকয়েন নিয়ে বেশি চিন্তা নাই কারণ বিটকয়েন অলরেডি সেল করে দিয়েছি এবং যা প্রফিট অর্জন করেছি তা আলহামদুলিল্লাহ, বিটকয়েনই আমাকে আমি অল্ট কয়েন গুলোতে ইনভেস্টমেন্ট করে যে লস খেয়েছিলাম সেখান থেকে রিকভার করেছে।
তবে এখনো আমি সেই অল্ট কয়েন গুলো হোল্ড করে যাচ্ছি, সেল করে দেইনি তাই আল্টিমেটলি লস এখনো আমার হয়নি যদি এই সিজনে অল্ট সিজন স্টার্ট হয় তাহলে হয়তো বা আমার কপাল খুলবে। আর এই জন্যই মূলত আমি মার্কেট নিয়ে একটু বর্তমানে অবাক হচ্ছি এবং আবারও বুকে একটু আশা বাধতেছে। খুব বেশি কিছু না আমি যেসব কয়নে ইনভেস্টমেন্ট করেছি সেগুলো রিকভারি হলেই আমার জন্য যথেষ্ট, কারণ রিকভারি করতে গেলেও সেই সব কয়েন গুলোকে কয়েকগুণ দাম বাড়তে হবে।