Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Mahiyammahi
on 14/08/2025, 20:02:43 UTC

তবে এখনো আমি সেই অল্ট কয়েন গুলো  হোল্ড করে যাচ্ছি, সেল করে দেইনি তাই আল্টিমেটলি লস এখনো আমার হয়নি যদি এই সিজনে অল্ট সিজন স্টার্ট হয় তাহলে হয়তো বা আমার কপাল খুলবে।  আর এই জন্যই মূলত আমি মার্কেট নিয়ে একটু বর্তমানে অবাক হচ্ছি এবং আবারও বুকে  একটু আশা বাধতেছে।  খুব বেশি কিছু না আমি যেসব কয়নে ইনভেস্টমেন্ট করেছি সেগুলো রিকভারি হলেই আমার জন্য যথেষ্ট, কারণ রিকভারি করতে গেলেও সেই সব কয়েন গুলোকে কয়েকগুণ দাম বাড়তে হবে।

বিটকয়েন ATH করলো, ইথিরিয়াম ও ATH করলো। শুধু অল্টকয়েন ই ঝিম ধরে বসে আছে। কবে যে অল্ট কয়েন এর বুল রান শুরু হবে। সবাই এর আশায় ই বসে আছে,  বসে থেকে অল্ট হোল্ড করে অনেকের ৩/৪ গুন ফান্ড আজকে নেই। মার্কেট কন্ডিশন তো ভালোই উড়তেছে। দেখা যাক কি হয় আগামি সপ্তাহে