Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
God Of Thunder
on 15/08/2025, 04:55:01 UTC
বিটকয়েন ATH করলো, ইথিরিয়াম ও ATH করলো। শুধু অল্টকয়েন ই ঝিম ধরে বসে আছে। কবে যে অল্ট কয়েন এর বুল রান শুরু হবে। সবাই এর আশায় ই বসে আছে,  বসে থেকে অল্ট হোল্ড করে অনেকের ৩/৪ গুন ফান্ড আজকে নেই। মার্কেট কন্ডিশন তো ভালোই উড়তেছে। দেখা যাক কি হয় আগামি সপ্তাহে

আমি এখন বিটকয়েনের চার্ট টা চেক করলাম। খেয়াল করলাম যে অলটাইম হাই ক্রিয়েট করার কিছুক্ষনের ভেতরেই ম্যাসিভ সেল শুরু হইছে মার্কেটে আর বিটকয়েন সাথে সাথেই ১২২কে তে ড্রপ করছে আর সেলিং কন্টিনিউ করে সেটা ১১৭কে তে চলে আসছে। বিটকয়েন অল টাইম হাই ক্রিয়েট করার সাথে সাথেই আমি মোবাইলে এক্সচেঞ্জ এপ্স থেকে নোটিফিকেশন পেয়েছি। আমার ধারণা সবাই এই নোটিফিকেশন পেয়েছে এবং যাদের সেল করার ইচ্ছা ছিলো, তারা এই সময়ে সেল করে দিয়েছে।

যতবারই এরকম নতুন নতুন অল টাইম হাই আসবে, ততোবারই এরকম সেল প্রেশার ও আসবে। এখন আসি অল্টকয়েনের ব্যাপারে। আমার মনে হয় প্রায় সবাই আশায় বুক বাধে যে অল্টকয়েন সিজন শুরু হবে। কিন্তু অল্টকয়েন একটু ওপরে উঠলেই সেখানে সেল প্রেশার শুরু হয়ে যায়। আমার মতে বেশিরভাগ অল্টকয়েন ইনভেস্টর রা প্যানিক করছে। অল্টকয়েন আসলেও পাম্প করবে কি না, সেটা নিয়েই আমি চিন্তায় আছি।