Next scheduled rescrape ... in 3 days
Version 1
Last scraped
Scraped on 15/08/2025, 06:03:34 UTC
বিটকয়েন ATH করলো, ইথিরিয়াম ও ATH করলো। শুধু অল্টকয়েন ই ঝিম ধরে বসে আছে। কবে যে অল্ট কয়েন এর বুল রান শুরু হবে। সবাই এর আশায় ই বসে আছে,  বসে থেকে অল্ট হোল্ড করে অনেকের ৩/৪ গুন ফান্ড আজকে নেই। মার্কেট কন্ডিশন তো ভালোই উড়তেছে। দেখা যাক কি হয় আগামি সপ্তাহে

আমি এখন বিটকয়েনের চার্ট টা চেক করলাম। খেয়াল করলাম যে অলটাইম হাই ক্রিয়েট করার কিছুক্ষনের ভেতরেই ম্যাসিভ সেল শুরু হইছে মার্কেটে আর বিটকয়েন সাথে সাথেই ১২২কে তে ড্রপ করছে আর সেলিং কন্টিনিউ করে সেটা ১১৭কে তে চলে আসছে। বিটকয়েন অল টাইম হাই ক্রিয়েট করার সাথে সাথেই আমি মোবাইলে এক্সচেঞ্জ এপ্স থেকে নোটিফিকেশন পেয়েছি। আমার ধারণা সবাই এই নোটিফিকেশন পেয়েছে এবং যাদের সেল করার ইচ্ছা ছিলো, তারা এই সময়ে সেল করে দিয়েছে।

যতবারই এরকম নতুন নতুন অল টাইম হাই আসবে, ততোবারই এরকম সেল প্রেশার ও আসবে। এখন আসি অল্টকয়েনের ব্যাপারে। আমার মনে হয় প্রায় সবাই আশায় বুক বাধে যে অল্টকয়েন সিজন শুরু হবে। কিন্তু অল্টকয়েন একটু ওপরে উঠলেই সেখানে সেল প্রেশার শুরু হয়ে যায়। আমার মতে বেশিরভাগ অল্টকয়েন ইনভেস্টর রা প্যানিক করছে। অল্টকয়েন আসলেও পাম্প করবে কি না, সেটা নিয়েই আমি চিন্তায় আছি।
এভাবেই তো চলবে যেখানে মেসিব সেল হওয়ার পর যারা বড় বড় প্রতিষ্ঠান তারা বিটকয়েন বিনিয়োগ করবে এবং যারা ছোট ছোট বিনিয়োগকারী সামান্য প্রফিট হলেই বিক্রি করে দিবে। একটা বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে বিটকয়েন যেভাবে চারদিকে জনগণ ছড়াচ্ছে এবং যারা বিনিয়োগ দীর্ঘসময়ের জন্য হোল্ডিং করে রাখবে তারা হোল্ডিং করে রাখার চেষ্টা করছে এবং তারা কখনো এই সকল নোটিফিকেশনে বা এই সকল ATH এ লোভ সামলিয়েও হোল্ডিং করে যাবে। তবে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে বিটকয়েন সব সময় উর্ধুমুখী থাকবে এটা নয় বরং কিছুদিন ডাম্পিং এ থাকার পর আবার নতুন করে এটিএইচ তৈরি করবে। গতকালকে খুব সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট এর তরফ থেকে জানানো হয়েছে তারা নাকি আর বিটকয়েন ক্রয় করবে না বরং যা আছে সবকিছু তারা দীর্ঘ সময়ের জন্য হোল্ডিং করবে। এই অ্যানাউন্সমেন্ট টা দেওয়ার পর থেকে বিটকয়েন কমতে শুরু করেছে। এটা আবার হতেও পারে তাদের এক ধরনের চালাকি যেখানে ডাম্পিং সিজন দেখিয়ে আবার নতুন করে বিটকয়েন ক্রয় করবে যেমনটি তারা মাঝেমধ্যে করে থাকে।

এবার শুধুমাত্র দেখলাম ইথ্রিয়াম ও বিটকয়েন নতুন করে এটিএইচ রেকর্ড তৈরি করেছে কিন্তু আর কোন অ্যালট দাম বৃদ্ধি পায়নি যার কারণে বুঝতে পারছি না আসলে কি আ্যালট সেশন আসবে নাকি আমাদেরকে শুধুমাত্র বোকা বানিয়ে এলট সেশনের জন্য অপেক্ষা করাচ্ছে।
Original archived Re: বাংলা (Bengali)
Scraped on 15/08/2025, 05:59:04 UTC
বিটকয়েন ATH করলো, ইথিরিয়াম ও ATH করলো। শুধু অল্টকয়েন ই ঝিম ধরে বসে আছে। কবে যে অল্ট কয়েন এর বুল রান শুরু হবে। সবাই এর আশায় ই বসে আছে,  বসে থেকে অল্ট হোল্ড করে অনেকের ৩/৪ গুন ফান্ড আজকে নেই। মার্কেট কন্ডিশন তো ভালোই উড়তেছে। দেখা যাক কি হয় আগামি সপ্তাহে

আমি এখন বিটকয়েনের চার্ট টা চেক করলাম। খেয়াল করলাম যে অলটাইম হাই ক্রিয়েট করার কিছুক্ষনের ভেতরেই ম্যাসিভ সেল শুরু হইছে মার্কেটে আর বিটকয়েন সাথে সাথেই ১২২কে তে ড্রপ করছে আর সেলিং কন্টিনিউ করে সেটা ১১৭কে তে চলে আসছে। বিটকয়েন অল টাইম হাই ক্রিয়েট করার সাথে সাথেই আমি মোবাইলে এক্সচেঞ্জ এপ্স থেকে নোটিফিকেশন পেয়েছি। আমার ধারণা সবাই এই নোটিফিকেশন পেয়েছে এবং যাদের সেল করার ইচ্ছা ছিলো, তারা এই সময়ে সেল করে দিয়েছে।

যতবারই এরকম নতুন নতুন অল টাইম হাই আসবে, ততোবারই এরকম সেল প্রেশার ও আসবে। এখন আসি অল্টকয়েনের ব্যাপারে। আমার মনে হয় প্রায় সবাই আশায় বুক বাধে যে অল্টকয়েন সিজন শুরু হবে। কিন্তু অল্টকয়েন একটু ওপরে উঠলেই সেখানে সেল প্রেশার শুরু হয়ে যায়। আমার মতে বেশিরভাগ অল্টকয়েন ইনভেস্টর রা প্যানিক করছে। অল্টকয়েন আসলেও পাম্প করবে কি না, সেটা নিয়েই আমি চিন্তায় আছি।
এভাবেই তো চলবে যেখানে মেসিব সেল হওয়ার পর যারা বড় বড় প্রতিষ্ঠান তারা বিটকয়েন বিনিয়োগ করবে এবং যারা ছোট ছোট বিনিয়োগকারী সামান্য প্রফিট হলেই বিক্রি করে দিবে। একটা বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে বিটকয়েন যেভাবে চারদিকে জনগণ ছড়াচ্ছে এবং যারা বিনিয়োগ দীর্ঘসময়ের জন্য হোল্ডিং করে রাখবে তারা হোল্ডিং করে রাখার চেষ্টা করছে এবং তারা কখনো এই সকল নোটিফিকেশনে বা এই সকল ATH এ লোভ সামলিয়েও হোল্ডিং করে যাবে। তবে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে বিটকয়েন সব সময় উর্ধুমুখী থাকবে এটা নয় বরং কিছুদিন ডাম্পিং এ থাকার পর আবার নতুন করে এটিএইচ তৈরি করবে। গতকালকে খুব সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট এর তরফ থেকে জানানো হয়েছে তারা নাকি আর বিটকয়েন ক্রয় করবে না বরং যা আছে সবকিছু তারা দীর্ঘ সময়ের জন্য হোল্ডিং করবে। এই অ্যানাউন্সমেন্ট টা দেওয়ার পর থেকে বিটকয়েন কমতে শুরু করেছে। এটা আবার হতেও পারে তাদের এক ধরনের চালাকি যেখানে ডাম্পিং সিজন দেখিয়ে আবার নতুন করে বিটকয়েন ক্রয় করবে যেমনটি তারা মাঝেমধ্যে করে থাকে।