Next scheduled rescrape ... in 2 days
Version 1
Last scraped
Scraped on 15/08/2025, 11:20:24 UTC
[size=15pt১৫ই আগষ্ট শোক দিবস।[/size]

ভাই ব্রাদার সকলের কি আজকে দিনের কথা মনে আছে? আজকের এই দিনে সরকারি ছুটি ছিল এবং সারা দেশে শোক পালন করা হতো। মানে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা হয়েছিলো, আজকে বঙ্গবন্ধুর ৫০ তম মৃত্যুবার্ষিকী।

বিগত দুই বছর ধরে শেখ মুজিবুর রহমানের কোন দিবস পালন করা হয় না, আর খিচুড়িও রান্না হয় না, দুই বছর আগেও আমাদের এখানে সারাদিন শোক দিবসের গান বাজানো হয়েছিলো, দুই বছর ধরে অত্যন্ত শান্তিতে রয়েছি, চতুর্দিকে নিরব নীরবতা রয়েছে। কিন্তু দুঃখের বিষয় খিচুড়ি পাচ্ছি না, হা হা।

যাইহোক, আমরা যাই বলি না কেনো, স্বাধীন বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর অবদান ভুলে যাওয়ার মতো না, তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন যার ফলে বাঙালি জাতি যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল, যার কারণে আজকে আমাদের পৃথিবীর বুকে বাংলাদেশ নামক দেশ রয়েছে। তাই তিনি খারাপ ব্যক্তি হলেও তার অবদান গুরুত্বপূর্ণ ছিল।

বিটকয়েন ATH করলো, ইথিরিয়াম ও ATH করলো। শুধু অল্টকয়েন ই ঝিম ধরে বসে আছে। কবে যে অল্ট কয়েন এর বুল রান শুরু হবে। সবাই এর আশায় ই বসে আছে,  বসে থেকে অল্ট হোল্ড করে অনেকের ৩/৪ গুন ফান্ড আজকে নেই। মার্কেট কন্ডিশন তো ভালোই উড়তেছে। দেখা যাক কি হয় আগামি সপ্তাহে
হ্যাঁ, বিটকয়েন আবারও নতুন অল টাইম হাই করেছে, বর্তমান ATH মুল্য $124447 ডলার (কু-কয়েন অনুযায়ী)। বিটকয়েন বারবার নতুন ATH করতেছে কিন্তু ETH তুলনামূলকভাবে বাড়তেছে না। আমি যতদুর জানি ইথেরিয়ামের পুর্বের ATH হলো $4868 ডলার (কু-কয়েন অনুযায়ী) কিন্তু গতকাল নতুন ATH করে নাই, কেননা গতকাল ইথেরিয়ামের দাম $4789 ডলার হয়েছিলো, তাই এখনো ইথেরিয়াম নতুন ATH করে নাই। কিন্তু ২০২১ সালের ATH এর প্রায় কাছাকাছি এসেছিলো।

যাইহোক, আমি কয়েকদিন আগে অল্প কিছু ডলার দিয়ে ইথার কিনেছিলাম, টার্গেট ছিলো নতুন ATH হলে বিক্রি করে দিবো, এখন দেখা যাক কয়েকদিন দেখি $5k প্লাস হয় কিনা।
Original archived Re: বাংলা (Bengali)
Scraped on 15/08/2025, 11:15:48 UTC
[size=15pt১৫ই আগষ্ট শোক দিবস।[/size]

ভাই ব্রাদার সকলের কি আজকে দিনের কথা মনে আছে? আজকের এই দিনে সরকারি ছুটি ছিল এবং সারা দেশে শোক পালন করা হতো। মানে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা হয়েছিলো, আজকে বঙ্গবন্ধুর ৫০ তম মৃত্যুবার্ষিকী।

বিগত দুই বছর ধরে শেখ মুজিবুর রহমানের কোন দিবস পালন করা হয় না, আর খিচুড়িও রান্না হয় না, দুই বছর আগেও আমাদের এখানে সারাদিন শোক দিবসের গান বাজানো হয়েছিলো, দুই বছর ধরে অত্যন্ত শান্তিতে রয়েছি, চতুর্দিকে নিরব নীরবতা রয়েছে। কিন্তু দুঃখের বিষয় খিচুড়ি পাচ্ছি না, হা হা।

যাইহোক, আমরা যাই বলি না কেনো, স্বাধীন বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর অবদান ভুলে যাওয়ার মতো না, তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন যার ফলে বাঙালি জাতি যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল, যার কারণে আজকে আমাদের পৃথিবীর বুকে বাংলাদেশ নামক দেশ রয়েছে। তাই তিনি খারাপ ব্যক্তি হলেও তার অবদান গুরুত্বপূর্ণ ছিল।

বিটকয়েন ATH করলো, ইথিরিয়াম ও ATH করলো। শুধু অল্টকয়েন ই ঝিম ধরে বসে আছে। কবে যে অল্ট কয়েন এর বুল রান শুরু হবে। সবাই এর আশায় ই বসে আছে,  বসে থেকে অল্ট হোল্ড করে অনেকের ৩/৪ গুন ফান্ড আজকে নেই। মার্কেট কন্ডিশন তো ভালোই উড়তেছে। দেখা যাক কি হয় আগামি সপ্তাহে
হ্যাঁ, বিটকয়েন আবারও নতুন অল টাইম হাই করেছে, বর্তমান ATH মুল্য $124447 ডলার (কু-কয়েন অনুযায়ী)। বিটকয়েন বারবার নতুন ATH করতেছে কিন্তু ETH তুলনামূলকভাবে বাড়তেছে না। আমি যতদুর জানি ইথেরিয়ামের পুর্বের ATH হলো $4868 ডলার (কু-কয়েন অনুযায়ী) কিন্তু গতকাল নতুন ATH করে নাই, কেননা গতকাল ইথেরিয়ামের দাম $4789 ডলার হয়েছিলো, তাই এখনো ইথেরিয়াম নতুন ATH করে নাই। কিন্তু ২০২১ সালের ATH এর প্রায় কাছাকাছি এসেছিলো।

যাইহোক, আমি কয়েকদিন আগে অল্প কিছু ডলার দিয়ে ইথার কিনেছিলাম, টার্গেট ছিলো নতুন ATH হলে বিক্রি করে দিবো, এখন দেখা যাক কয়েকদিন দেখি $5k প্লাস হয় কিনা।