আমি এখন বিটকয়েনের চার্ট টা চেক করলাম। খেয়াল করলাম যে অলটাইম হাই ক্রিয়েট করার কিছুক্ষনের ভেতরেই ম্যাসিভ সেল শুরু হইছে মার্কেটে আর বিটকয়েন সাথে সাথেই ১২২কে তে ড্রপ করছে আর সেলিং কন্টিনিউ করে সেটা ১১৭কে তে চলে আসছে। বিটকয়েন অল টাইম হাই ক্রিয়েট করার সাথে সাথেই আমি মোবাইলে এক্সচেঞ্জ এপ্স থেকে নোটিফিকেশন পেয়েছি। আমার ধারণা সবাই এই নোটিফিকেশন পেয়েছে এবং যাদের সেল করার ইচ্ছা ছিলো, তারা এই সময়ে সেল করে দিয়েছে।
যতবারই এরকম নতুন নতুন অল টাইম হাই আসবে, ততোবারই এরকম সেল প্রেশার ও আসবে। এখন আসি অল্টকয়েনের ব্যাপারে। আমার মনে হয় প্রায় সবাই আশায় বুক বাধে যে অল্টকয়েন সিজন শুরু হবে। কিন্তু অল্টকয়েন একটু ওপরে উঠলেই সেখানে সেল প্রেশার শুরু হয়ে যায়। আমার মতে বেশিরভাগ অল্টকয়েন ইনভেস্টর রা প্যানিক করছে। অল্টকয়েন আসলেও পাম্প করবে কি না, সেটা নিয়েই আমি চিন্তায় আছি।
এটা ভাই বহুৎ আগে থেকেই দেখে আসছি, আর মূলত এটা স্বাভাবিক যে যখনই বিটকয়েন ভালোভাবে পাম্প করবে তখনই তত তাড়াতাড়ি তার একটা রিকভারি সিচুয়েশন তৈরি হতে পারে বর্তমানে বিটকয়েনের দাম আপনি যেমনটা বলেছিলেন 117কে তার চাইতেও নিচে নেমে গিয়েছে।
আর একই সাথে দুই দিন আগেও যেখানে বিটকয়েনের চাইতে ইথারিয়াম বেশি পার্সেন্টেজ হারে পাম্প করতে ছিল সেখানে এটি একটা ভালো এমাউন্ট এর প্রাইজ ড্রপ করেছে। যাই হোক এর মধ্যে একটু আসা বেঁধেছিলাম এখন হয়তো বা আমার আগের এক্সপেক্টেশন আবার পুনরায় বহাল করতে হবে।