বাহ্ সুন্দর তো ভাই। আপনি বিটকয়েন থেকেই মোটামুটি আপনার আল্টকয়েনের সকল ক্ষতিগুলোকে রিকভারি করতে পেরেছেন এটা শুনে সত্যিই ভালো লাগলো ভাই। বিটকয়েনের দাম এমন সময় বৃদ্ধি পেয়েছে যা আপনার রিকভারি করার জন্য সহায় হয়ে দাঁড়িয়েছিল। আপনার কপাল ভালো যে আপনি এরকম সময়ে বিটকয়েন দিয়ে আল্টকয়েনের সকল কিছুর রিকভারি করে নিতে পেরেছেন। এক কথায় আপনাকে বলাই যায় আপনার ভাগ্য আপনার সহায় হয়েছিলো।
আসলে বিষয়টা শুধুমাত্র কপালের কারণে হয়নি, আমি মূলত আমার বেশিরভাগ ইনভেসমেন্ট বিটকয়েন কেন্দ্রিক রেখেছি, আর এর ফলে অল্ট কয়েন গুলোতে লস খাওয়ার পরেও বিটকয়েন ইনভেস্টমেন্টে প্রফিট হওয়ার কারণে সেই লসগুলো ঢাকা পড়ে গিয়েছে। এক্ষেত্রে বলতে পারেন যে আমার ভাগ্য কিছুটা সহায় অবশ্যই হয়েছে যে আমি বিটকয়েনের মর্মার্থ বুঝতে পেরেছি এবং সাইকেল অবজারভেশনে রেখে সঠিক সময়ে লং টাইম এর investment করতে পেরেছিলাম এবং সেটাকে ধরে রাখতে পেরেছিলাম। কারণ এমন অনেক লোক দেখেছি যে বিটকয়েন যখন ৭৪কে এর রেঞ্জে গিয়েছিল তখন প্যানিক হয়ে সেল করে দিয়েছে।
কি আর করবেন ভাই সেল না দিয়ে থাকলে রাখেন। অন্যান্য কয়েন থেকে ঠিকই রিকভারি পাচ্ছেন কিন্তু আল্ট কয়েনের কোনো খবর নাই। কি একটা অবস্থা মার্কেটের হওয়ার কথা ছিল কি আর হচ্ছেটা কি কিছুই বোঝা যায় না। তবে হয়তো আল্ট কয়েন গুলোর ভালো একটা সময় আসতেছে খুব রিসেন্টলি কিছু একটা হতে পারে।
আসলে এটা করা ছাড়া আর কোন উপায় নাই, আমি আসলে চিন্তা করতেছি বর্তমানে যেসব অল্ট কয়েনে ইনভেস্টমেন্ট করেছিলাম সেগুলোর যে দাম রয়েছে সেই দামে সেল করে দেওয়ার থেকে এই টাকাগুলি আমার একেবারে নষ্ট হয়ে যাক এটাই ভালো।
আর যদি কখনো ভাগ্যের টাকা খুলে তাহলে হয়তোবা পাম্প করতেও পারে।