আমার আসলে বর্তমানে বিটকয়েন নিয়ে বেশি চিন্তা নাই কারণ বিটকয়েন অলরেডি সেল করে দিয়েছি এবং যা প্রফিট অর্জন করেছি তা আলহামদুলিল্লাহ, বিটকয়েনই আমাকে আমি অল্ট কয়েন গুলোতে ইনভেস্টমেন্ট করে যে লস খেয়েছিলাম সেখান থেকে রিকভার করেছে।
তবে এখনো আমি সেই অল্ট কয়েন গুলো হোল্ড করে যাচ্ছি, সেল করে দেইনি তাই আল্টিমেটলি লস এখনো আমার হয়নি যদি এই সিজনে অল্ট সিজন স্টার্ট হয় তাহলে হয়তো বা আমার কপাল খুলবে। আর এই জন্যই মূলত আমি মার্কেট নিয়ে একটু বর্তমানে অবাক হচ্ছি এবং আবারও বুকে একটু আশা বাধতেছে। খুব বেশি কিছু না আমি যেসব কয়নে ইনভেস্টমেন্ট করেছি সেগুলো রিকভারি হলেই আমার জন্য যথেষ্ট, কারণ রিকভারি করতে গেলেও সেই সব কয়েন গুলোকে কয়েকগুণ দাম বাড়তে হবে।
বাহ্ সুন্দর তো ভাই। আপনি বিটকয়েন থেকেই মোটামুটি আপনার আল্টকয়েনের সকল ক্ষতিগুলোকে রিকভারি করতে পেরেছেন এটা শুনে সত্যিই ভালো লাগলো ভাই। বিটকয়েনের দাম এমন সময় বৃদ্ধি পেয়েছে যা আপনার রিকভারি করার জন্য সহায় হয়ে দাঁড়িয়েছিল। আপনার কপাল ভালো যে আপনি এরকম সময়ে বিটকয়েন দিয়ে আল্টকয়েনের সকল কিছুর রিকভারি করে নিতে পেরেছেন। এক কথায় আপনাকে বলাই যায় আপনার ভাগ্য আপনার সহায় হয়েছিলো।
কি আর করবেন ভাই সেল না দিয়ে থাকলে রাখেন। অন্যান্য কয়েন থেকে ঠিকই রিকভারি পাচ্ছেন কিন্তু আল্ট কয়েনের কোনো খবর নাই। কি একটা অবস্থা মার্কেটের হওয়ার কথা ছিল কি আর হচ্ছেটা কি কিছুই বোঝা যায় না। তবে হয়তো আল্ট কয়েন গুলোর ভালো একটা সময় আসতেছে খুব রিসেন্টলি কিছু একটা হতে পারে।
বিটকয়েন ATH করলো, ইথিরিয়াম ও ATH করলো। শুধু অল্টকয়েন ই ঝিম ধরে বসে আছে। কবে যে অল্ট কয়েন এর বুল রান শুরু হবে। সবাই এর আশায় ই বসে আছে, বসে থেকে অল্ট হোল্ড করে অনেকের ৩/৪ গুন ফান্ড আজকে নেই। মার্কেট কন্ডিশন তো ভালোই উড়তেছে। দেখা যাক কি হয় আগামি সপ্তাহে
কি আর বলব ভাই দুঃখের কথা এইদিকে আল্টকয়েন গুলো ধৈর্য ধরাতে ধরাতে নিঃস্ব করে দেওয়ার দিকে নিয়ে গিয়েছে। সামনে কি হবে কোন কিছুই জানিনা তবে মার্কেটের অগ্রগতির অবস্থার ওপর ডিপেন্ড করে মনে হচ্ছে সামনে আল্ট কয়েনের ভুল রান শুরু হতে পারে।