Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Xtraordinarious
on 17/08/2025, 04:24:10 UTC
আসলে বিষয়টা শুধুমাত্র কপালের কারণে হয়নি, আমি মূলত আমার বেশিরভাগ ইনভেসমেন্ট  বিটকয়েন  কেন্দ্রিক রেখেছি, আর এর ফলে  অল্ট কয়েন গুলোতে লস খাওয়ার পরেও বিটকয়েন ইনভেস্টমেন্টে প্রফিট হওয়ার কারণে সেই লসগুলো ঢাকা পড়ে গিয়েছে। এক্ষেত্রে বলতে পারেন যে আমার ভাগ্য কিছুটা সহায় অবশ্যই হয়েছে যে আমি বিটকয়েনের মর্মার্থ বুঝতে পেরেছি এবং সাইকেল অবজারভেশনে রেখে সঠিক সময়ে লং টাইম এর investment করতে পেরেছিলাম এবং সেটাকে ধরে রাখতে পেরেছিলাম। কারণ এমন অনেক লোক দেখেছি যে বিটকয়েন যখন ৭৪কে এর রেঞ্জে গিয়েছিল তখন প্যানিক হয়ে সেল করে দিয়েছে।
আপনার অবস্থা অনুযায়ী আমার একটা আঞ্চলিক কথা মনে হয়ে গেল। এইদিক দিয়া গেছে ওই দিক দিয়া আসছে একচুয়ালি  গড়ে পর্থায় সমান সমান। যাক ভালো সময় বিটকয়েন টা ধরে রেখেছিলেন আপনার ধরে রাখার সময়টা একদম টাইম টু টাইম হয়েছিল যার কারণে আপনি রিকভারি করতে পারছেন। এটা তো স্বাভাবিক একটা ব্যাপার ভাই ৭৪কে তে যখন বিটকয়েন গিয়েছিল তখন প্যানিক হওয়াটাই স্বাভাবিক কিন্তু আপনি সেল করে দেওয়ার পরেও পরবর্তী সময়ে যে আবার রিকভারিতে আসতে পারছেন এটা অবশ্যই আপনার জন্য প্লাস একটা পয়েন্ট হয়ে থাকবে।

তবে CL ভাই এখান থেকে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখা গেল সেটা হচ্ছে "বিটকয়েন" ধৈর্যের সাথে ধরে রাখতে পারলে সময় মতো প্রফিট তুলে নেওয়া যায়। আপনার তো ভাই বিটকয়েনের প্রতি আরো আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার কথা। যদিও আপনি অনেক ভালো জানেন আমাদের থেকে তবে আমার মনে হল তাই বললাম আর কি ভাই।

Quote
আসলে এটা করা ছাড়া আর কোন উপায় নাই, আমি আসলে চিন্তা করতেছি বর্তমানে যেসব অল্ট কয়েনে ইনভেস্টমেন্ট করেছিলাম সেগুলোর যে দাম রয়েছে সেই দামে সেল করে দেওয়ার থেকে এই টাকাগুলি আমার একেবারে নষ্ট হয়ে যাক এটাই ভালো।

আর যদি কখনো ভাগ্যের টাকা খুলে তাহলে হয়তোবা পাম্প করতেও পারে।
তবে আমার কাছে মনে হয় যেহেতু আপনার বিটকয়েন থেকে রিকভারি হয়ে গেছে সেজন্য আল কয়েন এর এগুলো ছেড়ে না দেওয়াই ভালো। তবে যে আল্ট কয়েন গুলো আপনার রয়েছে সেগুলো যদি একদম ভিত্তিহীন হয়ে যায় এবং সামনে তাদের কোন অগ্রগতির লক্ষণ একদমই নেই সেগুলো ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়াই ভালো। যদিও এটা আপনার ব্যক্তিগত বিষয় তবে আমার মনে হয় যদি কোন অগ্রগতির ধারা কিছুই না থাকে তাহলে শুধু শুধু ধরে রেখে লাভ নেই ছেড়ে দেওয়াই ভালো।