Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: BBcode ঝামেলা থেকে মুক্তি
by
DYING_S0UL
on 18/08/2025, 16:17:44 UTC
⭐ Merited by lkjhg (1)
krogothmanhattan আবারো একটি রাফেল (৬২৮তম) নিয়ে এসেছে। এখনো যারা জয়েন করেন নাই চাইলে জয়েন হতে পারেন।
এই রাফেল এ উইন হলে কি পাওয়া যায় ভাই? ২বার জয়েন করছিলাম৷  তারপর আর জয়েন করি নাই

ভাই এগুলো মূলত Collectables। অনেক কালেক্টর আছে যারা এগুলো সংগ্রহ করতে পছন্দ করেন। সোজা বাংলায় অনেকরে দেখেন না, পুরাতন নোট, কয়েন, স্টাম্প কালেক্ট করে? ঠিক তেমন বাট ক্রিপ্টোর জন্য। কিছু কিছু শোকেছে সাজায়ে রাখার জন্য আবার কিছু কিছু আছে যেগুলোর ইউজকেস আছে। উদাহরণ হিসেবে এটা "CYPHER HODL CUSTOM BALLET CARDS"! আমার কাছে এটার একটা আছে, সম্পূর্ন স্টিলের তৈরি, লেজার দিয়ে খোদায় করা প্রাইভেট কি, এড্রেস, কিওআর ইত্যাদি। এখানে আপনি ক্রিপ্টো রাখতে পারবেন। ওয়েবসাইটটি ঘুরে দেইখেন, বুঝতে পারবেন কি!