Post
Topic
Board Other languages/locations
Re: BBcode ঝামেলা থেকে মুক্তি
by
Mahiyammahi
on 18/08/2025, 15:25:18 UTC
কোট

ভাই আপনার টুল টা অসাধারন,  কিন্তু এটার জন্য একটা এক্সটেনশন বানাইতে পারেন কিনা দেইখেন। কেও আর কি ফোরাম এর বাইরে যাওয়ার জন্য ইন্টারেস্টেড থাকে না।

krogothmanhattan আবারো একটি রাফেল (৬২৮তম) নিয়ে এসেছে। এখনো যারা জয়েন করেন নাই চাইলে জয়েন হতে পারেন।

এই রাফেল এ উইন হলে কি পাওয়া যায় ভাই? ২বার জয়েন করছিলাম৷  তারপর আর জয়েন করি নাই

Mahiyammahi ভাই Congratulations দেখতে দেখতে Sr. Member হয়ে গেলেন। শুভ কামনা রইলো ভাই আপনার জন্য। বাংলা কমিউনিটির সীমিত কয়েকজন মেম্বারের মধ্যে আপনারও rank উপরের দিকে চলে আসলো। যাই হোক ভাই আমি দেখলাম একটা টুলস তৈরি করে প্রচুর পরিমাণে সারা পেয়ে এগিয়ে গেছেন। ফোরামে এরকম ভালো ভালো কাজ করবেন যাতে করে আপনাদের যারা সুনাম বয়ে আসে আমাদের লোকাল বোর্ডের।
রেংক বৃদ্ধি পেয়ে Sr. Member হয়ে গ্লোবালে হারিয়ে যায়েন না ভাই বাংলা কমিউনিটিতেও সময় দিয়েন। আপনার এই অগ্রযাত্রা শুভ হোক আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

ধন্যবাদ ভাই আপনাকে এরকম উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য। ফোরাম কে চিনি অনেক দিন যাবত ই। কিন্তু এক্টিভ ছিলাম না বরাবর ই। যাক গে এক্টিভ হওয়ার পর ৪মাসের মাথায় Full Member থেকে SR Member হয়ে গেছি।