বিভিন্ন টিশার্ট গেস্জি জার্সি, বাট এটাতেও ভালো প্রোগ্রেস হচ্ছেনা। সবশেষে নিজের স্কিল বাড়ানোর ট্রাই করতেছি। ভিডিও এডিটিং এর কাজ শিখি আমি।
পাঞ্জাবির বিজনেজ দিয়ে ট্রায় করছিলাম একবার, লস হয়েছে🤧। যদিও প্রথম বার ছিলো, অভিজ্ঞতা হিসেবে খারাপ ছিলো না। যেটাই করেন থেমে গেলে হবে না। যদিও এখন সেটা আর করছি না৷ খুব ই কম পুজি নিয়ে শুরু করছিলাম, বলতে পারেন ট্রায়াল হিসেবে।
আবার গেলাম ড্রপ শিপিং করতে, দেখি পেমেন্ট গেটওয়ে নিয়ে এত প্যারা। বাংলাদেশ এ জন্ম হয়ে ভুল হয়ে গেছে৷ তারপর এখন দেখছি Print On Demand সিমিলার ড্রপ শিপিং এর মত৷ শুধু এখানে প্রোডাক্ট এর ডিজাইন আপনার নিজের৷ রুম মেট একটা ছিলো প্রতি মাসে ২০০/৩০০$ কামিয়ে নিত দেখতাম। সহজ কোনো কাজ না, সারা রাত ভরে কাজ করতো৷
হাহা কোনো কাজ ই সহজ না, শুধু লেগে থাকতে হয়৷ বিজনেজ করতে আমরা ভয় পাই কেনো জানেন? কারন আমাদের ব্যাকাপ দেয়ার মতো কেও নেই৷ কেও নাই যে সাহস দিয়ে বলবে যে ব্যাটা কর, লাভ লস তো আছেই। উলটা লস হলে শুনতে হবে জানতাম লস হবে, কেনো গেলি করতে৷ যাই হোক চাকরি অথবা ব্যবসা প্রত্যেক এর নিজের ব্যক্তিগত ব্যাপার৷ সরকারি চাকরি নিতে গেলেও ১৫-২০ লাখ টাকা লাগে এখন। এটাও এক প্রকার ইনভেস্ট ই