আমি ভাই ছোট খাটো ভাবে শুরু করছি। অলরেডি ২০+ হাজার খরচও করা শেষ। আরেক পরিচিত বড় ভাইয়ের ঘড়ির বিজনেস, সো তার কাছ থেকে মালের পিক নিয়ে সেটাও পোস্ট করতেছি। আবার বন্ধুরা মিলে প্রোডাক্টের ফটোশুট করা, ভিডিও বানানো এইসব তো আছেই।
১০-২০ লাখ ঘুষ দেয়ার না আছে সামর্থ্য না আছে ইচ্ছা।
চিন্তা করেছিলাম বাসার কাছেই একটা চার রাস্তার মোরে দুই একটা দোকান মিলিয়ে সুপার শপ এর মতন করব, কিন্তু তারপর ভেবে দেখলাম এমনিতেই লাভের গুড় পিঁপড়ায় খাবে তার উপর আর ছয় থেকে এক বছরের মধ্যে সেখানে স্বপ্ন এর আউটলেট খুলতে পারে তাই এই রিস্ক নেওয়ার মতন চিন্তাভাবনা আর বর্তমানে নিতাছি না।
আরেক চিন্তা ভাবনা করেছিলাম মেডিসিনের দোকান দিতে, কিন্তু লোক দিয়ে এখানে পোষাবে না, এখন কি বিজনেস করবো এটাই মাথায় আসেনা, যা টাকা কামাই করি তার বেশিরভাগই ভেঙে ফেলা হয়
ভাই আমার একটা প্রশ্ন ছিলো। আপনারা কে কোথা থেকে P2P করে ডলার টাকায় নেন? আর কোথায় কেমন রেট পান? আমি নরম্যালি ১২৬.৫-১২৭ রেটে সেল করে দেই। এর থেকে বেশি কি কোথাও পাওয়া যায়?
আমি এ পর্যন্ত p2p ট্রেডিং kucoin and binance এ করেছি, কিন্তু kucoin এর থেকে বাইনান্স এ রেট ভালো পাওয়া যায়। আমি মূলত মাসে একবার করে ডলারগুলো সেল দেই, এটাতে ট্রানজেকশন কম হয় মানি লন্ডারিং এর মামলায় ফাঁসার থেকে দূরে থাকার জন্য।
যাই হোক একটা কথা জানার ছিল আপনারা কে কিভাবে আয়কর রিটার্ন দিচ্ছেন? আমার টিন সার্টিফিকেট বহুত আগে তৈরি করা হয়েছিল তাও ৩-৪ বছর হয়েছে এবং সেটা আমি ব্যাংকের জমা দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমি আয়কর রিটার্ন দেইনি, বর্তমানে শুনতেছি যে আয়কর রিটার্নের বিষয়টা করাকরি হচ্ছে।
যেহেতু ব্যাংকিং ট্রানজেকশন বর্তমানে আমার একটু আগের তুলনায় বেড়েছে এখন কি করা যেতে পারে? Little Mouse , God Of Thunder