বিভিন্ন টিশার্ট গেস্জি জার্সি, বাট এটাতেও ভালো প্রোগ্রেস হচ্ছেনা। সবশেষে নিজের স্কিল বাড়ানোর ট্রাই করতেছি। ভিডিও এডিটিং এর কাজ শিখি আমি।
পাঞ্জাবির বিজনেজ দিয়ে ট্রায় করছিলাম একবার, লস হয়েছে🤧। যদিও প্রথম বার ছিলো, অভিজ্ঞতা হিসেবে খারাপ ছিলো না। যেটাই করেন থেমে গেলে হবে না। যদিও এখন সেটা আর করছি না৷ খুব ই কম পুজি নিয়ে শুরু করছিলাম, বলতে পারেন ট্রায়াল হিসেবে।
আবার গেলাম ড্রপ শিপিং করতে, দেখি পেমেন্ট গেটওয়ে নিয়ে এত প্যারা। বাংলাদেশ এ জন্ম হয়ে ভুল হয়ে গেছে৷ তারপর এখন দেখছি Print On Demand সিমিলার ড্রপ শিপিং এর মত৷ শুধু এখানে প্রোডাক্ট এর ডিজাইন আপনার নিজের৷ রুম মেট একটা ছিলো প্রতি মাসে ২০০/৩০০$ কামিয়ে নিত দেখতাম। সহজ কোনো কাজ না, সারা রাত ভরে কাজ করতো৷
হাহা কোনো কাজ ই সহজ না, শুধু লেগে থাকতে হয়৷ বিজনেজ করতে আমরা ভয় পাই কেনো জানেন? কারন আমাদের ব্যাকাপ দেয়ার মতো কেও নেই৷ কেও নাই যে সাহস দিয়ে বলবে যে ব্যাটা কর, লাভ লস তো আছেই। উলটা লস হলে শুনতে হবে জানতাম লস হবে, কেনো গেলি করতে৷ যাই হোক চাকরি অথবা ব্যবসা প্রত্যেক এর নিজের ব্যক্তিগত ব্যাপার৷ সরকারি চাকরি নিতে গেলেও ১৫-২০ লাখ টাকা লাগে এখন। এটাও এক প্রকার ইনভেস্ট ই
আমি ভাই ছোট খাটো ভাবে শুরু করছি। অলরেডি ২০+ হাজার খরচও করা শেষ। আরেক পরিচিত বড় ভাইয়ের ঘড়ির বিজনেস, সো তার কাছ থেকে মালের পিক নিয়ে সেটাও পোস্ট করতেছি। আবার বন্ধুরা মিলে প্রোডাক্টের ফটোশুট করা, ভিডিও বানানো এইসব তো আছেই।
ভাই আমার একটা প্রশ্ন ছিলো। আপনারা কে কোথা থেকে P2P করে ডলার টাকায় নেন? আর কোথায় কেমন রেট পান? আমি নরম্যালি ১২৬.৫-১২৭ রেটে সেল করে দেই। এর থেকে বেশি কি কোথাও পাওয়া যায়?