। এখন শুধু অপেক্ষায় আছি যে, আজকে দিন শেষে ETF এর Outflow হবে নাকি Inflow হবে এবং Michael Saylor এর বিটকয়েন ক্রয়ের টু্ইট কখন আসবে। যদি ETF এর Inflow হয় এবং Michael Saylor ও টুইট করে, তাহলে এখান থেকে হয়তো আমরা একটা পাম্প আশা করতে পারে, কিন্তু সেট অবশ্যই অল্প সময়ের জন্য হবে।
আমার মনে হয় বিটকয়েনের পাম্প শেষ। ১২৪কে ছিলো হাইয়েস্ট। এখন ইথেরিউম আপ সাইডে যাবে এবং সবার আশার অল্ট সিজন শুরু হবে।আপনারা কি বলেন?