Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 26/08/2025, 18:11:54 UTC
যাইহোক একেবারে সকলে কোনোকিছুতে ট্রেড নিয়েন নাহ, কারণ ১১০ হাজারের নিচে বিটকয়েনের মূল্য গেলে, বিশাল ধরনের মার্কেটে ধস দেখা যেতে পারে। যদিও এটির সম্ভাবনা কম দেখতেছি, দেখি বাকি কি হয়। এখন শুধু অপেক্ষায় আছি যে, আজকে দিন শেষে ETF এর Outflow হবে নাকি Inflow হবে এবং Michael Saylor এর বিটকয়েন ক্রয়ের টু্‌ইট কখন আসবে। যদি ETF এর Inflow হয় এবং Michael Saylor ও টুইট করে, তাহলে এখান থেকে হয়তো আমরা একটা পাম্প আশা করতে পারে, কিন্তু সেট অবশ্যই অল্প সময়ের জন্য হবে। Cool

Michael Saylor আগেই বিটকয়েন ক্রয়ের টু্‌ইট করেছে এবং আজকের সুখবর হলো, গতকালকে ETF এর ভালো পরিমাণে Inflow হয়েছে। এখন শুধুমাত্র অপেক্ষার পালা যে, কখন আবার সবাই bullish অনুভব করবে এবং মার্কেট আবার বৃদ্ধি পাওয়া শুরু করবে।


আবারও বলবো, সকলে বিশ্লেষণ করার পরই নিজেদের ট্রেড নিয়ে, বিশেষ করে অল্টকয়েনের ক্ষেত্রে।  Wink