আর ইনকাম ট্যাক্স রিটার্ন এর বিষয়টা সম্পর্কে আপনার কোন অভিজ্ঞতা আছে বা পরামর্শ?
আমি ৩ থেকে ৪ বছর আগে ই-টিন রেজিস্ট্রেশন করেছিলাম কি কারনে যেনো। এখন দেখছি প্রতি বছর রিটার্ন দেয়া বাধ্যতামূলক করেছে। আবার যদি কেউ জিরো রিটার্ন দেয়, তাহলে নাকি জেল আবার সাথে জরিমানা আরোপ করা হবে। রিটার্ন জমা দিতে দেড়ি করলে প্রতিদিন ৫০ টাকা করে জরিমানা। এখন কই যাবেন বলেন। এগুলা নিয়ে তো পুরা চিপায় পড়ার মতো অবস্থা হচ্ছে। এখন মনে হচ্ছে কেনো ই-টিন রেজিস্ট্রেশন করেছিলাম। যদিও আমি এই বছর জিরো রিটার্ন দাখিল করেছি। এই বছরই নতুন আইন পাশ করলো যে কেউ যদি জিরো রিটার্ন দাখিল করে, তাইলে জেল জরিমানা হবে। এখন আমি আশায় আছি, যেহেতু এই বছরই এই নতুন আইন এসেছে, আশা করি এই বছর অন্তত এটা তারা এপ্লাই করবে না। সামনের বার রিটার্ন দাখিল করার সময় এই ব্যাপার গুলো মাথায় রেখে কাজ করা লাগবে। আপনারাও পরামর্শ দিয়েন কি করা যায়।
আমি তো চার বছর যাবত প্রতিবছরেই রিটার্ন দেই তবে কিভাবে রিটার্ন দেয় এই সম্পর্কে এখনো ভালো বুঝি না। একটি উকিল দিয়ে কিছু টাকা দিয়ে কাজগুলো করাইছি। এবছর এখনো রিটান দেয়নি। তবে শুনতেছি আগের থেকে এখন আয়কর রিটার্ন নিয়ে অনেক কিছুই পরিবর্তন করেছে। আমি তো এতদিন শুধুমাত্র জিরো রিটার্ন দিয়ে আসছি। কিন্তু এখন যে কোন ঝামড়ার মধ্যে পড়ে গেল আল্লাহ ভালো জানে। এই বিষয় নিয়ে উকিলের সাথে কথা বলতে হবে তারাই একটি সমাধান বের করে দিবে। প্রতিবছর এই রিটার্ন দেওয়া ঝামেলার একটি বিষয়। একটি কারণে ই-টিন করেছিলাম সেটা এখন বলার কাটা হয়ে আছে। না পারতেছি বন্ধ করা না পারতেছি প্রতি বছর টাকা দিয়ে দিয়ে রিটার্ন দাখিল করার জামেলা নেওয়া