Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 27/08/2025, 01:56:28 UTC
Michael Saylor আগেই বিটকয়েন ক্রয়ের টু্‌ইট করেছে এবং আজকের সুখবর হলো, গতকালকে ETF এর ভালো পরিমাণে Inflow হয়েছে। এখন শুধুমাত্র অপেক্ষার পালা যে, কখন আবার সবাই bullish অনুভব করবে এবং মার্কেট আবার বৃদ্ধি পাওয়া শুরু করবে।
গতকাল মার্কেট লাল ছিলো, BTC $১০৮k নেমেছিলো, কিন্তু গতকাল থেকেই কিছুটা বাড়তে শুরু করেছিলো, আজকে প্রায় $১১২k কাছাকাছি এসেছিলো, বর্তমানে $১১১ মধ্যে রয়েছে। মার্কেট মুভমেন্ট এতটা ভালো মনে হচ্ছে না, মনে হয় না আবারো বড় ধরনের পাম্প করবে। আপনার কি মনে হয় বড় ধরনের পাম্প করবে, নতুন ATH এর দিকে যাবে?
Quote
আবারও বলবো, সকলে বিশ্লেষণ করার পরই নিজেদের ট্রেড নিয়ে, বিশেষ করে অল্টকয়েনের ক্ষেত্রে।  Wink
ভাই আমি আর আপাতত অল্টকয়েনে ট্রেড করতে চাই না, অনেকবার ধরা খেয়েছি, কয়েকটা কয়েন চিরকাল ধরে রাখলেও মনে হয় না রিকোভার করা সম্ভব হবে। কিন্তু, আমি ইথেরিয়াম কিছুটা কেনার চেষ্টা করবো, আমার মনে হয় বিটকয়েনের দান কিছুটা বাড়লে ইথেরিয়ামের দামও ভালোই বাড়তে পারে। কয়েকদিন আগে ইথেরিয়াম কিনেছিলাম, আমার লক্ষ্য ছিলো নতুন ATH হলে সেল করার, দামও প্রত্যাশা অনুযায়ী হয়েছিলো তাই সেল করেছিলাম। ভাই আপনি কোন কয়েকগুলোর উপর ট্রেড নিয়েছেন বা পরিকল্পনা করেছেন?