আবারও বলবো, সকলে বিশ্লেষণ করার পরই নিজেদের ট্রেড নিয়ে, বিশেষ করে অল্টকয়েনের ক্ষেত্রে।

ভাই আমি আর আপাতত অল্টকয়েনে ট্রেড করতে চাই না, অনেকবার ধরা খেয়েছি, কয়েকটা কয়েন চিরকাল ধরে রাখলেও মনে হয় না রিকোভার করা সম্ভব হবে। কিন্তু, আমি ইথেরিয়াম কিছুটা কেনার চেষ্টা করবো, আমার মনে হয় বিটকয়েনের দান কিছুটা বাড়লে ইথেরিয়ামের দামও ভালোই বাড়তে পারে। কয়েকদিন আগে ইথেরিয়াম কিনেছিলাম, আমার লক্ষ্য ছিলো নতুন ATH হলে সেল করার, দামও প্রত্যাশা অনুযায়ী হয়েছিলো তাই সেল করেছিলাম। ভাই আপনি কোন কয়েকগুলোর উপর ট্রেড নিয়েছেন বা পরিকল্পনা করেছেন?
বড় কয়েন গুলো তে ট্রেড নেয়া সবসময়েই বুদ্ধিমানের কাজ। আমরা ভাবি যে এটা তো এম্নিতেই অনেক পাম্প এ আছে, আর কতই বা রিওয়ার্ড দিবে৷ কিন্তু যদি BNB, ETH,SOL এর দিকে খেয়াল করেন তাহলে দেখবেন এরা নতুন ATH বানিয়ে ফেলেছে অথবা তার খুব কাছেই আছে। অন্যদিকে ALT গুলা জানুয়ারি মাসের তুলনায় ২-৫ গুন ডাউন এ আছে এখনো। তাই সবসময় স্ট্রং টোকেন /কয়েন গুলো কেনাই বেটার৷