সবচেয়ে ভালো হয়, ওই একাউন্টটা বন্ধ করার পর নতুন করে আর একটি নিজের একাউন্ট তৈরি করা। আর যেই ব্যাংক বেশি কাগজপত্র চাইবে, সেখানে একাউন্ট খোলাই দরকার নাই। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে যখন business একাউন্ট খোলে তখন ট্রেড লাইসেন্স এবং অন্যান্য কাগজপত্র চায়। তাই ভালো সাধারণ একাউন্ট খুলবেন, কিন্ত বলবেন যে, সাধারণের মধ্যে যেটি এটিএম দিয়ে লাখে প্রতিদিন টাকা তুলা যায় সেটির একাউন্ট করে দিতে।
সমস্যা তো ভাই এখানেই যে আমার মনে হয় না বর্তমানে এমন কোন ব্যাংক রয়েছে যারা একটি জেনারেল একাউন্ট খোলার জন্য কাগজপত্র চায় না বিশেষ করে আর্নিং সোর্স তাদেরকে দেখাতে হয়, এখানে হোক কর্মজীবী, হোক ব্যবসায়ী অথবা ফ্রিল্যান্সার। আর নয়তো কোন কাগজপত্র দেখাতে হবে না যদি আমরা স্টুডেন্ট একাউন্ট খুলি।
আর বর্তমানে যেসব টপ লেভেলের ব্যাংকগুলো রয়েছে তারা সব দিক থেকে করা করি চালু করতেছে একাউন্ট খোলার বিষয়এ।
ফ্রিল্যান্সারদের তো কোনো প্রকার ট্যাক্স রিটার্ন জমা করতে লাগে নাহ, তাহলে তো এটির প্রশ্নই আসে নাহ। বরং সরকার এবং ব্যাংকগুলো আপনাকে incentive দিবে যদি আপনার ইনকামের মাধ্যমগুলোর বিস্তারিত কাগজপত্র ব্যাংকে জমা দেন।
তাহলে আমার কথা হল ব্যাংক কিভাবে বুঝবে আমি ফ্রিল্যান্সার? আমার কাছে যদি ফ্রিল্যান্সার কার্ড না থাকে বা আমি যদি ডকুমেন্ট না দেখাতে পারি তাহলে কিভাবে আমরা এই ধরনের সুবিধা গুলো ভোগ করব?
আমি ৩ থেকে ৪ বছর আগে ই-টিন রেজিস্ট্রেশন করেছিলাম কি কারনে যেনো। এখন দেখছি প্রতি বছর রিটার্ন দেয়া বাধ্যতামূলক করেছে। আবার যদি কেউ জিরো রিটার্ন দেয়, তাহলে নাকি জেল আবার সাথে জরিমানা আরোপ করা হবে। রিটার্ন জমা দিতে দেড়ি করলে প্রতিদিন ৫০ টাকা করে জরিমানা। এখন কই যাবেন বলেন। এগুলা নিয়ে তো পুরা চিপায় পড়ার মতো অবস্থা হচ্ছে। এখন মনে হচ্ছে কেনো ই-টিন রেজিস্ট্রেশন করেছিলাম। যদিও আমি এই বছর জিরো রিটার্ন দাখিল করেছি। এই বছরই নতুন আইন পাশ করলো যে কেউ যদি জিরো রিটার্ন দাখিল করে, তাইলে জেল জরিমানা হবে। এখন আমি আশায় আছি, যেহেতু এই বছরই এই নতুন আইন এসেছে, আশা করি এই বছর অন্তত এটা তারা এপ্লাই করবে না। সামনের বার রিটার্ন দাখিল করার সময় এই ব্যাপার গুলো মাথায় রেখে কাজ করা লাগবে। আপনারাও পরামর্শ দিয়েন কি করা যায়।
আমি তো ভাই এখনও পর্যন্ত একবারও ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেয়নি কিন্তু ই-টিন ঠিকই করেছি। এখনো পর্যন্ত আমাকে কোন সমস্যার সম্মুখীন হতে হয়নি কিন্তু নতুন আইন পাশ করার ফলে একটু আতঙ্কে আছি তাই এখানে এই বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা ।
আর আমি ই-টিন খোলার সময় স্টুডেন্ট হিসেবে খুলেছিলাম