Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
God Of Thunder
on 28/08/2025, 04:55:28 UTC
আমি তো ভাই এখনও পর্যন্ত একবারও ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেয়নি কিন্তু  ই-টিন ঠিকই করেছি। এখনো পর্যন্ত আমাকে কোন সমস্যার সম্মুখীন হতে হয়নি কিন্তু নতুন আইন পাশ করার ফলে একটু আতঙ্কে আছি তাই এখানে এই বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ  করা । 
আর আমি ই-টিন খোলার সময় স্টুডেন্ট হিসেবে   খুলেছিলাম

সমস্যায় তো আমিও পরি নাই। কিন্তু সমস্যা হতে কতোক্ষন? নতুন আইন অনুযায়ী ট্যাক্স রিটার্ন দিতে দেড়ি করলে প্রতিদিনের জন্য ৫০ টাকা করে জরিমানা করা হবে। এই আইন দেখেই তো অনেক মানুষ চিন্তায় পড়ে গেছে। এর ওপর আরেক আইন হলো কেউ যদি কোনো তথ্য হাইড করে বা ভুল তথ্য দেয় বা জিরো রিটার্ন দেয়, তাহলে জেল জরিমানা করা হবে। এখন যাবেন কই? তো এখন আবার আরেক নতুন আইন আসছে আর সেটা হলো কেউ চাইলে টিন বাতিল করতে পারবে। তবে এটা বেশ লম্বা একটা প্রসেস। বিগত ৩ বছরের ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট এবং সেগুলো করযোগ্য কোনো ইনকাম থাকতে পারবে না। আরো বিভিন্ন রুলস আছে, সেগুলো সব আমার মনে নাই। তবে এখন বাতিল করার সিস্টেম আছে। আমার মনে হয় না কেউ এসব ঝামেলায় যেতে চাইবে।