ভাই কার্ড ছাড়া কিভাবে কার্ড পেমেন্ট করবো কারো কোনো আইডিয়া আছে? প্রথমত আমার কোনো ফিজিক্যাল কার্ড নাই, আর ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড কিভাবে কাজ করে বা কোথায় পাবো বুঝতেছিনা, জানিনা। আর ভার্চুয়াল কার্ডে KYC করা লাগবে কিনা! পেমেন্ট এমাউন্টটা ভালোই বড়, আর কার্ড ছাড়া অন্য কোনো মেথড দেখতেছিনা আপাতত। নিচে দেয়া ছবির মতো চেকআউট গেটওয়ে। আমি মূলত একটা এপস্ এর সাবক্রিবপশন কেনার ট্রাই করতেছি।

Redot Pay & PokePay ব্যবহার করতে পারেন৷ ভার্চুয়াল কার্ড প্রোভাইড করে তারা। Redot Pay তে কার্ড নিতে ১০$ আর PokePay তে মেবি ১$ লাগে। যদিও PokePay আমি ব্যবহার করি নাই। অবশ্যই KYC লাগবে৷ আর নিজের ব্যানক কার্ড দিয়ে নিতে চাইলে, পাসপোর্ট দিয়ে ব্যানক থেকে এন্ডোর্সমেন্ট করতে হবে।
যদি RedotPay ব্যবহার করেন তাহলে সাজেশন থাকবে, কাজ শেষে কার্ড টি অবশ্যই ফ্রিজ করে রাখবেন।