Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 29/08/2025, 06:53:36 UTC
Redot Pay & PokePay  ব্যবহার করতে পারেন৷ ভার্চুয়াল কার্ড প্রোভাইড  করে তারা। Redot Pay তে কার্ড নিতে ১০$ আর PokePay তে মেবি ১$ লাগে। যদিও PokePay আমি ব্যবহার করি নাই। অবশ্যই KYC লাগবে৷ আর নিজের ব্যানক কার্ড দিয়ে নিতে চাইলে, পাসপোর্ট দিয়ে ব্যানক থেকে এন্ডোর্সমেন্ট করতে হবে।

যদি RedotPay ব্যবহার করেন তাহলে সাজেশন থাকবে,  কাজ শেষে কার্ড টি অবশ্যই ফ্রিজ করে রাখবেন।

ভালো কোনটা ওভারঅল? নিজের ব্যাংক কার্ড দ্বারা কি মিন করলেন? ব্যাংক একাউন্টই নাই আর ব্যাংক কার্ড! ট্যাক্স রির্টানের ঝামেলার জন্য ইচ্ছা করেই খুলিনি। আর একটা কথা টাকা ঢুকাবো কিভাবে এসব কার্ডে? আর পেমেন্টের উপর কি কোনো এক্সট্রা চার্জ/চার্জ কাটে? কার্ড ফ্রিজ করার পেছনে কারন কি? সর্বশেষে, এইসব ভারচুয়াল কার্ডের কি কোনো এক্সপাইরেশন ডেট আছে?