Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 29/08/2025, 19:06:01 UTC
ভালো কোনটা ওভারঅল? নিজের ব্যাংক কার্ড দ্বারা কি মিন করলেন? ব্যাংক একাউন্টই নাই আর ব্যাংক কার্ড! ট্যাক্স রির্টানের ঝামেলার জন্য ইচ্ছা করেই খুলিনি। আর একটা কথা টাকা ঢুকাবো কিভাবে এসব কার্ডে? আর পেমেন্টের উপর কি কোনো এক্সট্রা চার্জ/চার্জ কাটে? কার্ড ফ্রিজ করার পেছনে কারন কি? সর্বশেষে, এইসব ভারচুয়াল কার্ডের কি কোনো এক্সপাইরেশন ডেট আছে?

আমি কখনো এগুলো ইউজ করিনি, দরকারও পড়ে নাই। বাট এখন দেখতেছি একটা এপস্ এ কার্ড ছাড়া কোনো।
যেটাই ব্যবহার কর মনে রাখবা যে সাবস্ক্রিপশন নিবা সেই সাবস্ক্রিপশন এর জন্য যে পরিমাণ ডলার প্রয়োজন হবে সেই পরিমাণ ডলার তুমি ডিপোজিট করবা, আর ডিপোজিট তুমি চাইলে যে কোন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার বা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট থেকে ডলার বা ইউএসডিটি তে করতে পারবে।
আমি রেড ডট পে ইউজ করেছি, সাবস্ক্রিপশন কেনার জন্য কিন্তু সমস্যা যেটা আমি ফেস করেছি সেটা হচ্ছে, এটা ব্যবহার করার সময় যদি আপনি ট্রানজেকশন ফেল করেন তাহলে 0.50$ করে কেটে নিয়ে যায় এবং সেই সাথে সাথে আপনার ব্যালেন্স নেগেটিভ হয়ে যায়, আমি মূলত বেশিরভাগ ট্রানজেকশন ফেইল ফেস করেছি এই ব্যালেন্স নেগেটিভ হওয়ার কারণে যদিও এটার কারণ এখনো আমার কনফিউশন রয়েছে। পাঁচ থেকে সাত ডলারের মতন লস হয়েছে শুধুমাত্র এই নেগেটিভ ব্যালেন্স হওয়ার কারণে যখন আমার ট্রানজেকশন ফেল হয়েছে।

তাই এই ধরনের প্রিপেইড কার্ডগুলো ব্যবহার করার জন্য সব সময় যতটুকু লাগবে ততটুকুই ডিপোজিট করা উচিত।