Next scheduled rescrape ... in 19 hours
Version 1
Last scraped
Scraped on 30/08/2025, 07:55:41 UTC
ট্রানজেকশন ফেইল কি হুদাহুদি হয় নাকি ব্যালেন্স না থাকলে বা নেটওয়ার্ক ইস্যু থাকলে হয়। ফাওফাও ০.৫০$ কেটে নিবে কি বালের সিস্টেম এটা। ১০০$ ডলারের মতো দাম বাইদাওয়ে।
অনেক সময় ব্যালেন্স থাকলেও নেগেটিভ ব্যালেন্স হয়ে থাকে যার ফলে ট্রানজেকশন ফেল হয়। আমার এ ক্ষেত্রে এরকম সমস্যা অনেকবার হয়েছে এবং অনেক টাকা খালি খালি লসও খেয়েছি।


তবে ১০০ ডলার আমার মনে হয় না স্ক্যাম হওয়ার কোন ঝুঁকি রয়েছে, তাই তুমি চাইলে ব্যবহার করতে পারো কিন্তু, কিন্তু তোমার উচিত হবে Redotpay এর LTV সম্পর্কে জানা বর্তমানে এটা 90% রয়েছে নির্মাণে এটা হচ্ছে যে তুমি ১০০ ডলার ডিপোজিট করলে ৯০ ডলার ব্যবহার করতে পারবে তাই ১১০ ডলারের উপরে ডিপোজিট করতে হবে।
যেমন নিচে দেখো আমি 35 ডলার সামথিং ক্রেডিট একাউন্টে ট্রান্সফার করেছি কিন্তু আমার এভেলেবল ক্রেডিট হচ্ছে মাত্র ৩২ ডলার।  আমার মনে হয় না বাকি ডলারগুলো মাইর যাচ্ছে হয়তোবা সামনে ক্রেডিট একাউন্ট থেকে ট্রান্সফার করে ওয়ালেটে নিয়ে আবার ক্রেডিট একাউন্টে ট্রান্সফার করলে ব্যবহার করা যাবে।
এই LTV নিয়ে আবার মাথা এখনো ভালো হতো কাজ করে না।

Original archived Re: বাংলা (Bengali)
Scraped on 30/08/2025, 07:50:31 UTC
ট্রানজেকশন ফেইল কি হুদাহুদি হয় নাকি ব্যালেন্স না থাকলে বা নেটওয়ার্ক ইস্যু থাকলে হয়। ফাওফাও ০.৫০$ কেটে নিবে কি বালের সিস্টেম এটা। ১০০$ ডলারের মতো দাম বাইদাওয়ে।
অনেক সময় ব্যালেন্স থাকলেও নেগেটিভ ব্যালেন্স হয়ে থাকে যার ফলে ট্রানজেকশন ফেল হয়। আমার এ ক্ষেত্রে এরকম সমস্যা অনেকবার হয়েছে এবং অনেক টাকা খালি খালি লসও খেয়েছি।


তবে ১০০ ডলার আমার মনে হয় না স্ক্যাম হওয়ার কোন ঝুঁকি রয়েছে, তাই তুমি চাইলে ব্যবহার করতে পারো কিন্তু, কিন্তু তোমার উচিত হবে Redotpay এর LTV সম্পর্কে জানা বর্তমানে এটা 90% রয়েছে নির্মাণে এটা হচ্ছে যে তুমি ১০০ ডলার ডিপোজিট করলে ৯০ ডলার ব্যবহার করতে পারবে তাই ১১০ ডলারের উপরে ডিপোজিট করতে হবে।
যেমন নিচে দেখো আমি 35 ডলার সামথিং ক্রেডিট একাউন্টে ট্রান্সফার করেছি কিন্তু আমার এভেলেবল ক্রেডিট হচ্ছে মাত্র ৩২ ডলার।  আমার মনে হয় না বাকি ডলারগুলো মাইর যাচ্ছে হয়তোবা সামনে ক্রেডিট একাউন্ট থেকে ট্রান্সফার করে ওয়ালেটে নিয়ে আবার ক্রেডিট একাউন্টে ট্রান্সফার করলে ব্যবহার করা যাবে।
এই LTV নিয়ে আবার মাথা এখনো ভালো হতো কাজ করে না।