Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 30/08/2025, 08:54:35 UTC
বড় কয়েন গুলো তে ট্রেড নেয়া সবসময়েই বুদ্ধিমানের কাজ। আমরা ভাবি যে এটা তো এম্নিতেই অনেক পাম্প এ আছে, আর কতই বা রিওয়ার্ড দিবে৷ কিন্তু যদি BNB,  ETH,SOL এর দিকে খেয়াল করেন তাহলে দেখবেন এরা নতুন ATH বানিয়ে ফেলেছে অথবা তার খুব কাছেই আছে। অন্যদিকে ALT গুলা জানুয়ারি মাসের তুলনায় ২-৫ গুন ডাউন এ আছে এখনো। তাই সবসময় স্ট্রং টোকেন /কয়েন গুলো কেনাই বেটার৷
ভাই SOL ও জানুয়ারি মাসের তুলনায় ভালো করতে পারে নাই, জানুয়ারীতে $২৯৫ ডলার হয়েছিলো, এখন $২০০ আশে পাশে রয়েছে। হ্যাঁ, মার্কেটে থাকা শীর্ষ মুদ্রার গুলোতেই ট্রেড করা ভালো, শিটকয়েনে বা অন্যান্য নিম্নমানের অল্টকয়েনের গুলোর সাথে ট্রেডিং করা উচিত নয়, আর সেলিব্রিটি মুদ্রা trump যদিও এটি মেমকয়েন ছিলো এগুলোও জুয়ার মতো, যা আমি লোকসান করেছি। এই কয়েন বছরের পর বছর হোল্ড করেও মনে হয় না ATH করতে পারবে।

যাইহোক, bnb ভালো করেছে, একের পর নতুন অল টাইম হাই করেছে, ইথেরিয়ামে বড় বড় তিমিরা বিনিয়োগ করার ফলে দাম নতুন ATH করেছে, তবে যারা বুঝে শুনে ট্রেড করেছিলো তারা বেশ প্রফিট নিতে পেরেছেন। আবার অনেকেই মনে করেন ইথেরিয়াম নাকী এবছর $১০k হবে? এমন ভবিষ্যতেবানী কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন? আসলে ক্রিপ্টো মার্কেট বিটকয়েনের উপর নির্ভর করে, বিটকয়েনের দাম বাড়লে অন্যান্য কয়েনগুলোও বাড়তে শুরু করে। এখন বিটকয়েন নিচের দিকে যাচ্ছে ইথেরিয়ামও নিচের দিকে যাচ্ছে।