Bybit ভার্চুয়াল কার্ড ইউজ করতে পারেন। বাংলাদেশীদের জন্য এটা ভালোই। যদিও আমি বাইবিট ইউজ করিনা অনেকদিন। একসময় ইউজ করতাম। বর্তমানে আমার বাংলাদেশ সহ বাংলাদেশের বাহিরের ব্যাংকের ১৪ টা ডুয়েল কারেন্সি মাষ্টারকার্ড + ভিসাকার্ড আছে তাই আর বাইবিট ইউজ করা হয় না। তবে এটা ভালোই। ট্রাই করে দেখতে পারেন।
করা যাবে না কেনো? আমি তো আমার কাজের জন্য বাইবিটের কার্ড ই ব্যাবহার করে আসছি প্রায় ১ বছর ধরে এবং এখনো রানিং আছে। কোনো প্রকার ডকুমেন্ট লাগে না যদি আপনার একাউন্ট অলরেডি ভেরিফাই করা থাকে। যাস্ট ফান্ড ঢুকাবেন আর ব্যাবহার করতে থাকবেন। আমার কার্ড কয়েকবার ফ্রিজ হয়েছিলো, কিন্তু প্রতিবারই আমি বাইবিটে ঢুকে আনফ্রিজ করে নিয়েছি। এখন অব্দি এটা আমার কাছে সবচাইতে সহজ মাধ্যম মনে হয়।
আমি এর আগে অন্যান্য কার্ড ব্যাবহার করেছি, কিন্তু বাইবিট ভালোই লাগছে যেহেতু আমি ক্রিপ্টো ইউজার।
ভাই করা যাচ্ছে না কেন জানি! গেট ইওর কার্ডে ক্লিক করলে ইরর কোড দিতেছে আমারে! আমি এতদিন জানতাম বাইবিটের কার্ড বাংলাদেশে এলাও না! নাকি নয়া নয় পলিসি চেন্জ করছে! বুঝলামনা কি হলো! সমাধান জানা থাকলে একটু হেল্প করেন। ওহ ভাই আরেকটা কথা জানার ছিলো! এসব কার্ড পেমেন্টে ট্যাক্সের কোনো কাহিনি আছে? আমি একবার আলিএক্সপ্রেস দিয়ে চায়না থেকে প্রোডাক্ট আনি। সেখানে আমার কার্ড না থাকায় এক পরিচিত একজনের কাছ থেকে পেমেন্ট করে নেই। সো টাকা নেয়ার সময় অতিরিক্ত কত পার্সেন্ট ১০-১৫% তিনি বেশি রাখেন আমার কাছে। বলেন ট্যাক কাটছে!
অনেক সময় ব্যালেন্স থাকলেও নেগেটিভ ব্যালেন্স হয়ে থাকে যার ফলে ট্রানজেকশন ফেল হয়। আমার এ ক্ষেত্রে এরকম সমস্যা অনেকবার হয়েছে এবং অনেক টাকা খালি খালি লসও খেয়েছি।
তবে ১০০ ডলার আমার মনে হয় না স্ক্যাম হওয়ার কোন ঝুঁকি রয়েছে, তাই তুমি চাইলে ব্যবহার করতে পারো কিন্তু, কিন্তু তোমার উচিত হবে Redotpay এর LTV সম্পর্কে জানা বর্তমানে এটা 90% রয়েছে নির্মাণে এটা হচ্ছে যে তুমি ১০০ ডলার ডিপোজিট করলে ৯০ ডলার ব্যবহার করতে পারবে তাই ১১০ ডলারের উপরে ডিপোজিট করতে হবে।
কেউ তো আর দেখে শুনে নেগেটিভ ব্যালেন্স নিয়ে পেমেন্ট মারতে যাবে না। তবে আপনি হলে বিষয় আলাদা। এনিওয়ে এ দেখি মিনিটে মিনিটে টাকা হনন করার ধান্দা। ট্রানজেকশন ফেইল হলে টাকা কাটবে, ১০ ডলার ডিপোজিট করলে ৯ ডলার ঢুকবে এগুলো আবার কি বালের সিস্টেম? ধান্দাবাজি কারবার সব।